Neeraj Chopra: 'সেক্স লাইফ কেমন?' এতটা ব্যক্তিগত প্রশ্ন শুনে হা নীরজ চোপড়া, জবাবও দিলেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Neeraj Chopra: অনেকেই বলছেন, এমন ব্যক্তিগত প্রশ্ন তো বিরাট কোহলিকে করার সাহস দেখাতে পারেন না। তা হলে নীরজকে কী করে করতে পারেন!
advertisement
1/5

এতটা ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, তা তিনি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি। টোকিও থেকে ফেরার পর সোনাজয়ী নীরজ চোপড়ার জীবনটাই বদলে গিয়েছে। এখন রোজই কোনও না কোনও সংবর্ধনা অনুষ্ঠানে যেতে হচ্ছে তাঁকে। সেখানে ভবিষ্যতে প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক কথাবার্তা বলতে হচ্ছে। তবে এদিন তাঁকে এক অনুষ্ঠানে অত্যন্ত ব্যক্তিগত প্রশ্নের মুখোমুখি হতে হল। যা শুনে নীরজ প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন। তবে তিনি এমন প্রশ্নের জবাও দেন।
advertisement
2/5
একটি মিডিয়া ইভেন্টে আর্ট হিস্টরিয়ান অ্যান্ড কিউরেটার রাজীব শেঠী অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন করে বসেন নীরজকে। রাজীবের এমন প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে। অনেকেই বলছেন, একজন ক্রীডা়বিদকে ভরা মঞ্চে এমন ব্যক্তিগত প্রশ্নের কোনও মানে নেই।
advertisement
3/5
আপনার সেক্স লাইফ কেমন! নীরজকে এমনই ব্যক্তিগত প্রশ্ন করেছিলেন রাজীব। এতটা ব্যক্তিগত প্রশ্ন শুনে হকচকিয়ে যান নীরজ। কোনও মিডিয়া ইভেন্টে এসে এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে সেটা আন্দাজই করতে পারেননি তিনি। রাজীবের এমন প্রশ্ন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এমন ব্যক্তিগত প্রশ্ন তো বিরাট কোহলিকে করার সাহস দেখাতে পারেন না। তা হলে নীরজকে কী করে করতে পারেন!
advertisement
4/5
রাজীব এদিন নীকজকে জিজ্ঞাসা করেন, আপনি একজন সুদর্শন তরুণ। কীভাবে নিজের ট্রেনিংয়ের সঙ্গে সেক্স লাইফ ব্যালান্স করেন! আপনার সেক্স লাইফ কেমন! জানি, এমন প্রশ্ন আপনাকে গোটা দেশের অনেকেই করতে চায়। তবে সাহস পায় না। এটা একটা অদ্ভুত প্রশ্ন বটে। তবে জরুটি প্রশ্ন।
advertisement
5/5
প্রথনে হকচকিয়ে গেলেও নীরজ এমন প্রশ্নের জবাব দেন নিজের মতোই। তিনি বলেন, সরি স্যর। আমার এই সরি আমার উত্তর হিসাবে ধরতে পারেন। আপনার এই প্রশ্ন শুনে আমার মন ভরে গিয়েছে। তবে প্লিজ। তিনি এটুকু বলেই বুঝিয়ে দেন, এই ধরমের ব্যক্তিগত প্রশ্নে তিনি বেশ বিরক্তই হয়েছেন।