Neeraj Chopra In Tokyo Olympics: ১০০ বছর ধরে অপেক্ষায় ভারতবাসী, আজ এক সেনা অফিসারের দিকে তাকিয়ে দেশ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
একশো বছর ধরে অপেক্ষায় দেশ। আজ বিকেলে কি ২৩ বছর বয়সী সেনা অফিসারের হাত ধরে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হবে!
advertisement
1/5

১৯২০ বেলজিয়াম অলিম্পিক্সে শেষবার অ্যাথলেটিক্সে পদক জিতেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। তার পর থেকে দীর্ঘ ১০০ বছরের অপেক্ষা। আর কোনও ভারতীয় অ্যাথলিট ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক জিততে পারেননি।
advertisement
2/5
১০০ বছর ধরে ভারতবাসীর অপেক্ষা কি আজ শেষ হবে! আজ এক সেনা অফিসারের দিকে তাকিয়ে গোটা দেশ। নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সে জ্যাভেলিনের ফাইনালে নামবেন আজ বিকেল চারটে বেজে ২০ মিনিটে। পদক জিতলেই আজ ইতিহাস লিখবেন নীরজ।
advertisement
3/5
২৩ বছর বয়সী সেনা অফিসার নীরজ এর আগে এশিয়ান গেমসে সোনা জিতেছেন। আজ পাকিস্তানের আরশাদ নাদিমের বিরুদ্ধে লড়বেন নীরজ।
advertisement
4/5
কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৬.৫৯ মিটার থ্রো করে শীর্ষ স্থানে ছিলেন নীরজ। ফাইনালে একই ফর্ম ধরে রাখতে পারলে তাঁর পদক জয় কেউ আটকাতে পারবে না। প্রথমবার অলিম্পিক্সে নেমেই রেকর্ড গড়তে পারেন তিনি।
advertisement
5/5
২০১৭ সালের জোহানেস বেটরকে কোয়ালিফিকেশন রাউন্ডে হারিয়েছেন নীরজ। জোহানেস দাবি করেছিলেন, তাঁকে হারানো কারও পক্ষে সম্ভব নয়। কিন্তু নীরজ তাঁকে হারিয়েছিলেন। নীরজের জ্যাভেলিন থ্রো-তে আসাটাও নাটকীয়। জিম ছেড়ে জ্যাভেলিন থ্রো-এ এসেছিলেন ২৩ বছর বয়সী হরিয়ানার এই অ্যাথলিট।