TRENDING:

ICC Cricket World Cup Trophy: কে বানিয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ডিজাইন, তৈরি করেছিল কোন কোম্পানি, বলুন তো দেখি

Last Updated:
ODI World Cup 2023 Who designed the cricket world cup trophy and which company made it interesting facts knowledge story Trending GK Viral ICC World Cup 2023: ১৯৭৫-৮৩ বিশ্বকাপে দেওয়া হয়েছিল একই রকম ট্রফি। ১৯৮৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রতিবার দেওয়া হয় আলাদা আলাদ ট্রফি। বর্তমান ট্রফিটির আবির্ভাব ঘটে ১৯৯৯ সাল থেকে। তবে এই ট্রফি কাকে দিয়ে বানিয়েছিল আইসিস তা অজানা অনেকের।
advertisement
1/7
কে বানিয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ডিজাইন, তৈরি করেছিল কোন কোম্পানি, বলুন তো দেখি
১৯৭৫-৮৩ বিশ্বকাপে দেওয়া হয়েছিল একই রকম ট্রফি। ১৯৮৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রতিবার দেওয়া হয় আলাদা আলাদ ট্রফি। বর্তমান ট্রফিটির আবির্ভাব ঘটে ১৯৯৯ সাল থেকে। তবে এই ট্রফি কাকে দিয়ে বানিয়েছিল আইসিসি তা অজানা অনেকের।
advertisement
2/7
১৯৯৯ সাল থেকে বিশ্বকাপের স্থায়ী পুরষ্কার করার জন্যই নতুন ট্রফি বানানোর উদ্যোগ নেয় আইসিসি। বর্তমান ওয়ার্ল্ড কাপ ট্রফিটির ডিজাইন নিয়ে শুরু থেকে আইসিসির মাথা ব্যাথা ছিল। তারা তৈরি করতে চাইছিল একটি ব্যতিক্রমধর্মী টফি, যা একই সাথে প্রকাশ করবে ক্রিকেটের আদল ও বিশ্ব ভ্রাতৃত্ব।
advertisement
3/7
ক্রিকেট বিশ্বকাপের জন্য এই ট্রফিটির ডিজাইন করেছিলেন শিল্পী জো ক্লার্ক। ট্রফির উপরিভাগে বসানো হয় একটি গোলাকার গ্লোব। যা একই সাথে বল ও পৃথিবীকে বোঝায়। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপো। রুপোর তিনটি স্টাম্প, বেল, বসানো হয়েছে গোলাকার চাকতিতে।
advertisement
4/7
তবে এরপরও আইসিসির ট্রফিটির ডিজাইনে আরও বাড়তি কিছু চাইছিল। পরবর্তীতে সিনিয়র জিজাইনার ডেভিড গ্লোবটির ওপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র আঁকেন। এরপর ট্রফিটি মনে ধরে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কর্তাদের।
advertisement
5/7
এরপর আইসিসি ট্রফিটি বানানোর জন্য লন্ডনের Garrard & Co কোম্পানিকে বরাত দেয়। Garrard & Co-এর কারিগরদের একটি দল দুই মাসের মধ্যে তৈরি করেছিল। বিশ্বকাপ ট্রফি তৈরির এই পর্যায়টি অনেকের কাছেই অজানা।
advertisement
6/7
প্রসঙ্গত, বিশ্বকাপ ট্রফিটির ওজন মোট ১১ কেজি। ট্রফিটি উচ্চতা ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে বলটির ওজন প্রায় ৪ কেজি। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপা। গোলাকার চাকতিতে বসানো হয়েছে রুপোর তিনটি স্টাম্প বেল। এই বিশ্বকাপ ট্রফির নিচের দিকে রয়েছে আইসিসির লোগো।
advertisement
7/7
অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি। এটি ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা-রুপার জলে ভেজানো হয়েছে। বর্তমান ট্রফিটি তৈরি করতে হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার অথবা ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড। ভারতীয় টাকায় ক্রিকেট বিশ্বকাপটির দাম হল প্রায় ২৫ লক্ষ টাকা।
বাংলা খবর/ছবি/খেলা/
ICC Cricket World Cup Trophy: কে বানিয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ডিজাইন, তৈরি করেছিল কোন কোম্পানি, বলুন তো দেখি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল