ICC World Cup 2023 India vs Pakistan: ভারতের বিরুদ্ধে হারের পর ফের ধাক্কা! আরও বিপদে পাকিস্তান! এবার শাস্তির খাড়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 Pakistan TD may face ICC punishment for controversial comment after India vs Pakistan match in ICC World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচের ৩ দিন কেটে গেলেও রেশ কিন্তু এখনও কাটেনি। এবার বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তান দলের টেকনিক্যাস ডিরেক্টর মিকি আর্থারে মন্তব্য নিয়ে। যার জেরে ভারতের বিরুদ্ধে ম্যাচ হারার পাশাপাশি সমস্যা আরও বাড়তে পারে পাকিস্তানের।
advertisement
1/6

গত ১৪ তারিখ হয়ে গিয়েছে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এক তরফা ম্যাচে বাবর আজম-শাহিন আফ্রিদিদের দুরমুশ করে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ওডিআই বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বি দেশের বিরুদ্ধে ৮-০ করেছে ভারত। (Photo Courtesy- AP)
advertisement
2/6
সেই ম্যাচে ৩ দিন কেটে গেলেও রেশ কিন্তু এখনও কাটেনি। এবার বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তান দলের টেকনিক্যাস ডিরেক্টর মিকি আর্থারে মন্তব্য নিয়ে। যার জেরে ভারতের বিরুদ্ধে ম্যাচ হারার পাশাপাশি সমস্যা আরও বাড়তে পারে পাকিস্তানের। (Photo Courtesy- AP)
advertisement
3/6
পাকিস্তান টিডি যে ম্যাচে শেষে যে মন্তব্য করেছিলেন তার জন্য আইসিসির শাস্তির মুখেও পড়তে হতে পারে মিকি আর্থারকে। ভারত-পাক ম্যাচ শেষে স্টেডিয়ামের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তান ডিটি। এটি কোনও দ্বিপাক্ষিক সিরিজ না আইসিসি ইভেন্ট তা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।
advertisement
4/6
মিকি আর্থার বলেছিলেন,"দেখে বোঝার উপায় ছিল না এটা কোনও আইসিসি ইভেন্ট বা বিশ্বকাপ চলছে। মনে হচ্ছিল কোনও দ্বিপাক্ষিক সিরিজ চলছে, আর তার আয়োজক বিসিসিআই। পাকিস্তানের নামে মাঠে কোনও আওয়াজই শোনা যায়নি সঞ্চালকও একবারও বলেছেন বলে আমার মনে পড়ছে না। পরিবেশ দেখে মনে হচ্ছিল না কোণও বিশ্বকাপের ম্যাচ হচ্ছে।"
advertisement
5/6
মিকি আর্থারের এই মন্তব্য খুব একটা ভাল চোখে দেখছে না আইসিসি। আর্থারের বক্তব্য প্রাথমিক ভাবে আপত্তিজনক মনে হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কর্তাদের। তাঁরা আর্থারের মন্তব্য খতিয়ে দেখছেন। বাবর আজ়মদের টিম ডিরেক্টরের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।
advertisement
6/6
শুধু তাই নয়, ভারতে যেভাবে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে তার প্রশংসা শোনা গিয়েছে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে গলায়। তিনি বলেন,"আমাদের সব ইভেন্ট নিয়েই অনেকে নানা ধরনের অভিযোগ জানায়। আমরা চেষ্টা করি আরও ভাল করে ইভেন্ট আয়োজন করার জন্য। তবে আমরা নিশ্চিত যে এ বারের বিশ্বকাপ দুর্দান্ত একটা ইভেন্ট হবে।"