ODI World Cup 2023: এই সপ্তাহেই 'বিশ্বসেরা' হবে টিম ইন্ডিয়া! বিশ্বকাপের আগেই মিলতে পারে সুখবর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023: কিন্তু ভাগ্য সাথ দিলে বিশ্বকাপ জয় করার আগেই বিশ্বসেরা হওয়ার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজেই বিশ্বসেরা হয়ে যেতা পারে ভারত।
advertisement
1/6

এশিয়া কাপ জয়ের পর টিম ইন্ডিয়ার পাখির চোখ এখন বিশ্বসেরা হওয়া। আগামি ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে একদিনের ক্রিকেটের মহাযজ্ঞ। ১২ বছর ফের একবার দেশের মাটিতে বিশ্বজয় করতে তৈরি রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
advertisement
2/6
কিন্তু ভাগ্য সাথ দিলে বিশ্বকাপ জয় করার আগেই বিশ্বসেরা হওয়ার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজেই বিশ্বসেরা হয়ে যেতা পারে ভারত।
advertisement
3/6
কথা হচ্ছে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের। বর্তমানে একদিনে আইিসির ক্রমতালিকায় তিন দলের জোর টক্কর চলছে। সেই তিন দল হল ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। বর্তমানে ১১৫ নিয়ে শীর্ষে বাবর আজমরা। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অজিরা।
advertisement
4/6
এশিয়া কাপ শুরুর আগেও পাকিস্তান এক নম্বরে ছিল। ভারতের কাছে হার ও দক্ষিণ আফ্রিকাকে প্রথম দুটি ওডিআইতে হারানোয় শীর্ষে উঠে এসেছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ তিনটি ম্যাচ হেরে ফের নেমে তিনে চলে যায় ব্যাগি গ্রিনরা। ফের একে উঠে যায় পাকিস্তান। আর এশিয়া কাপ জিতলেও বাংলাদেশের বিরুদ্ধে হেরে সিংহাসন অধরা থাকে ভারতের।
advertisement
5/6
কিন্তু এবার ঘরের মাঠে একদিনের সিরিজ জিততে পারলেও আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা হয়ে যাবে ভারত। সিরিজ জয়ের আগে ২২ তারিখ যদি অস্ট্রেলিয়াকে প্রথম একদিনের ম্যাচেই হারিয়ে দিতে পারে তাহলে পাকিস্তানের থেকে সিংহাসন কেড়ে নেবে টিম ইন্ডিয়া। আর ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে শীর্ষে থেকে বিশ্বকাপে নামবে ভারত।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন আইসিসি ওডিআই র্যাঙ্কিয়ে প্রথম ১৫ দেশের তালিকা: ১) পাকিস্তান- ১১৫ পয়েন্ট, ২) ভারত- ১১৫ পয়েন্ট, ৩) অস্ট্রেলিয়া- ১১৩ পয়েন্ট, ৪) দক্ষিণ আফ্রিকা- ১০৬ পয়েন্ট, ৫) ইংল্যান্ড- ১০৫ পয়েন্ট, ৬) নিউজিল্যান্ড- ১০০ পয়েন্ট, ৭) বাংলাদেশ- ৯৪ পয়েন্ট, ৮) শ্রীলঙ্কা- ৯২ পয়েন্ট, ৯) আফগানিস্তান- ৮০ পয়েন্ট, ১০) ওয়েস্ট ইন্ডিজ- ৬৮ পয়েন্ট।