ICC World Cup 2023: এ কী করলেন! কোন বোলারকে ভয় পান রোহিত শর্মা? জানিয়ে দিলেন বিশ্বকাপের আগেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 Indian team captain Rohit Sharma revealed which bowler given him trouble ahead of ICC World Cup 2023: ঘরের মাঠে ভারতীয় দল ১২ বছর পর ফের একবার সোনার ট্রফি তুলবে সেই আশাই করছে ১৪০ কোটির দেশ। যা গুরু দায়িত্ব টিম ইন্ডিয়ার অধিনায়ক ও ওপেনিং ব্যাটার রোহিত শর্মার উপর। কিন্তু সেই রোহিত শর্মা বিশ্বকাপের আগে জানিয়ে দিলেন কোন বোলারকে ভয় পান তিনি।
advertisement
1/7

৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। প্রতিটি দলই সারছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারতের মাটিতে টিম ইন্ডিয়া ফেভারিট হিসেবে শুরু করলে বিশ্বকাপের মঞ্চে কোনও দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।
advertisement
2/7
ঘরের মাঠে ভারতীয় দল ১২ বছর পর ফের একবার সোনার ট্রফি তুলবে সেই আশাই করছে ১৪০ কোটির দেশ। যা গুরু দায়িত্ব টিম ইন্ডিয়ার অধিনায়ক ও ওপেনিং ব্যাটার রোহিত শর্মার উপর। কিন্তু সেই রোহিত শর্মা বিশ্বকাপের আগে জানিয়ে দিলেন কোন বোলারকে ভয় পান তিনি।
advertisement
3/7
বিশ্বকাপের এক এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন রোহিত শর্মা। সেখানেই প্রশ্নের সময় ভারত অধিনায়ক জানান, বিশ্বের কোন বোলারকে খেলতে গিয়ে তিনি সবথেকে বেশি সমস্যায় পড়তেন। কোন বোলার তাঁকে সবথেকে বেশি চ্যালেঞ্জ ছূঁড়ে দিত।
advertisement
4/7
তবে ওই সাক্ষাৎকারে যে বোলারের নাম নিয়েছেন রোহিত শর্মা তিনি শাহিন আফ্রিদি বাঁ মিচেল স্টার্ক নয়। রোহিতকে যিনি সমস্যায় ফেলতেন তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। রোহিত শর্মা জানান, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেইল স্টেইন তাকে সবথেকে বেশি সমস্যায় ফেলতেন।
advertisement
5/7
রোহিত শর্মা বলেন, 'যদি কখনও কোনও বোলার আমাকে চ্যালেঞ্জ করে থাকে,"কখনও আমাকে সমস্যায় ফেলে থাকে, যার বিরুদ্ধে আমি খেলতে গিয়ে সমস্যায় পরেছি ও খেলা উপভোগ করেছি, তাহলে আমি একজনের কথাই বলব, সে হল ডেল স্টেইন। ওর ক্লাসই আলাদা।"
advertisement
6/7
এছাড়াও রোহিত শর্মা বলেন,"ডেইল স্টেইন হলেন এমন একজন বোলার যিনি ১৪০ উপরে গতিতে বোলিং করতে, একইসঙ্গে বল দুই দিকে সুইং করাতেন। এমন গতিশীল বোলারদের সুইং খুব একটা দেখা যায় না, যা স্টেইনের ছিল। একইসঙ্গে ওর বাউন্সার মারা দক্ষতাও খুব ভালো। কোনও মিস নেই।"
advertisement
7/7
প্রসঙ্গত, ৮ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে দুটি অনুশীলন ম্যাচ। তবে বৃষ্টির কারমে ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যায়। মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বিশ্বকাপে দলের ভাল ফলের বিষয়ে যে আত্মবিশ্বাসী রোহিত সেই কথাও সাক্ষাৎকারে জানান।