ICC World Cup 2023 India vs New Zealand: নিউজিল্যান্ড ম্যাচের আগে একের পর এক খারাপ খবর ভারতের জন্য! হার্দিকের পর চোট-আঘাতের কবলে আরও ২
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 India vs New Zealand Suryakumar Yadav Injured Ishan Kishan stung by bee Indian Team Under Pressure ahead of IND vs NZ match in ICC World Cup 2023: বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে কিউইদের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এবার তার জায়গায় যাদের খেলানোর পরিকল্পনা করা হচ্ছিল তারা দুজনই চোট-আঘাত পেলেন ম্যাচের আগের দিন সন্ধ্যা বেলায় অনুশীলনে।
advertisement
1/6

রবিরা বিশ্বকাপের মেগা ফাইটে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচের আগে সমস্যা বেড়েই চলেছে ভারতীয় দলের। এমনিতেই চোটের কারণে কিউইদের বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া।
advertisement
2/6
আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগের দিন যা ঘটল তাতে চাপ আর বাড়ল টিম ইন্ডিয়ার উপর। শনিবার অনুশীলনের হার্দিকের পরিবর্ত হিসেবে যে দুই ক্রিকেটারকে ভাবা হচ্ছিল তার দুজনই সমস্যায় পড়লেন।
advertisement
3/6
ধরমশালায় অনুশীলনের সময় থ্রো-ডাউন বিশেষজ্ঞ রঘু রাঘবেন্দ্রের বিরুদ্ধে ব্যাটিংকে ঝালিয়ে নিচ্ছিলেন সূর্যকুমার যাদব। সেই সময় রঘু রাঘবেন্দ্রের একটি বল লাফিয়ে সূর্যকুমারের কবজিতে লাগে। যথেষ্ট ব্যাথায় দেখা যায় সূর্যকে।
advertisement
4/6
চোট লাগার পর আর ব্যাটিং অনুশীলন করতে পারেননি। কবজি চেপে ধরে বেরিয়ে আসেন সূর্য। লাগানো হয় আইসপ্যাকও। সূর্যকুমারের চোট নিয়ে কোনও আপডেটও দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্যের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
advertisement
5/6
অপরদিকে, অনুশীলনের সময় মাথায় মৌমাছি কামড়ে দেয় ঈশান কিশানকে। নকে দেখা যায়, মাথায় হাত দিয়ে রেখেছেন। বোঝা যাচ্ছিল, যন্ত্রণা হচ্ছে। তিনিও আর অনুশীলন করেননি। তড়িঘড়ি ঈশানের চিকিৎসাও করা হয়। মাথায় লাগানো হয় ওষুধ।
advertisement
6/6
নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে প্রথম একাদশ নিয়ে কোনও মুখ খোলেনমি রাহুল দ্রাবিড়। সূর্যকুমার খেলতে পারবেন কিনা তা নিয়ে কোনও আপডেট দলের তরফে জানানো হয়নি। সূর্য না খেলতে পারলে ঈশানের খেলা নিয়ে খুব একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে না।