Hardik Pandya Injury Update: লিগামেন্টে চোট হার্দিকের, কবে ফিরতে পারবেন মাঠে, এল বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 India vs England Hardik Pandya May Miss World Cup Matches for 2 weeks due to Ligament injury in ICC World Cup 2023: বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের আগে যে বিষয়টি সকলকে চিন্তায় রেখেছিল তা হল আদৌ কি রবিবার মাঠে ফিরবেন হার্দিক পান্ডিয়া। বিগত কয়েক দিনে একাধিক আপডেট আসছিল পান্ডিয়ার চোট নিয়ে। অবশেষে পাওয়া গেল চূড়ান্ত আপডেট।
advertisement
1/6

বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের আগে যে বিষয়টি সকলকে চিন্তায় রেখেছিল তা হল আদৌ কি রবিবার মাঠে ফিরবেন হার্দিক পান্ডিয়া। বিগত কয়েক দিনে একাধিক আপডেট আসছিল পান্ডিয়ার চোট নিয়ে। অবশেষে পাওয়া গেল চূড়ান্ত আপডেট।
advertisement
2/6
বাংলাদেশ ম্যাচে বোলিং করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। বিগত কয়েক দিনে যে সকল তথ্য বিভিন্ন সূত্র মারফত সামনে আসছিল তাতে কখনও বলা হয়েছে ইংল্যান্ড ম্যাচে মাঠে ফিরবেন হার্দিক পান্ডিয়া। কখনও আবার মনে করা হয়েছে শ্রীলঙ্কা অথবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দলে ফিরবেন হার্দিক।
advertisement
3/6
কিন্তু শেষ যে আপডেট পাওয়া গিয়েছে হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে তা শুধু ভারতীয় টিম ম্যানেজমেন্ট নয়, কোটি কোটি ভারতীয় ফ্যানেদের মুখের হাসি ম্লান করে দিয়েছে। কারণ হার্দিকের চোট প্রথমে গুরুতর নয় মনে করা হলেও, তা আদতে নয়।
advertisement
4/6
জানা গিয়েছে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। যা কয়েক দিনের মধ্যে সারার একেবারেই সম্ভাবনা নেই। চিকিৎসকদের মতে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়লে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগে চোট সারাতে। তারপর ম্যাচ ফিট হয়ে ওঠা।
advertisement
5/6
ফলে খুব তাড়াতাড়ি যে হার্দিকের মাঠে ফেরা হচ্ছে না সে কথা বলাই যায়। পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত হার্দিককে এনসিএ থেকে ছাড়া হবে না বলেই সূত্রের খবর। পরিস্থিতি অনুযায়ী হার্দিক যেই সময় সু্স্থ হবেন তখন শুধু বাকি থাকবে নেদারল্যান্ডস ম্যাচ। তাররপরই রয়েছে সেমি ফাইনাল।
advertisement
6/6
ফলে প্রতিযোগিতার েমন গুরুত্বপূর্ণ সময় চোট সারিয়ে দলে ফিরে হার্দিক কতটা ম্যাচ ফিট হতে পারেবনে তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে হার্দিকের পরিবর্তে কোনও ক্রিকেটারকে এখনও নেওয়ার কথা ভাবছে না বোর্ড। পরিস্থতি বুঝে আগামি সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে পরিস্থিতি যা সেমির আগে হার্দিকের ফেরাটা মুশকিল।