Rohit Sharma: মাঠে নামলেই রেকর্ড গড়ছেন রোহিত শর্মা, বাংলাদেশের বিরুদ্ধে খালি হাতে ফিরলেন না হিটম্যান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 India vs Bangladesh Rohit Sharma create another world record against Bangladesh in ICC World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে ৪৮ রানের মারকাটারি ইনিংস খেলেন রোহিত শর্মা। মাত্র ৪০ বলে এই রান করেন ভারত অধিনায়ক। ৪৮ রানের ইনিংসে ৭টি চার ও ২টি ছয় মারেন হিটম্যান। সঙ্গে গড়লেন নয়া রেকর্ড।
advertisement
1/5

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে ভারত। ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান রপে বাংলাদেশ। জবাবে ৪১.৩ ওভারে জয়ের লক্ষ্য পৌছে যায় ভারত। সর্বোচ্চ ১০৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। (Photo Courtesy- AP)
advertisement
2/5
এদিন বাংলাদেশের বিরুদ্ধে ৪৮ রানের মারকাটারি ইনিংস খেলেন রোহিত শর্মা। মাত্র ৪০ বলে এই রান করেন ভারত অধিনায়ক। ৪৮ রানের ইনিংসে ৭টি চার ও ২টি ছয় মারেন হিটম্যান। শুভমান গিলের সঙ্গে ওপেনিং জুটিকে ৮৮ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত মজবুত করেন রোহিত। (Photo Courtesy- AP)
advertisement
3/5
এদিন ৪৮ রানের ইনিংসের সৌজন্যেই বিশ্বকাপে নয়া মাইলস্টোন গড়লেন রোহিত শর্মা। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন ভারত অধিনায়কষ পিছনে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তী ব্যাটার ব্রায়ান লারাকে। (Photo Courtesy- AP)
advertisement
4/5
ওডিআই বিশ্বরাপে ২২৭৮ রান করে শীর্ষে রয়েছেন কিংবদন্তী ভারতীয় ব্যাটার সচিন তেন্ডুলকর। ১৭৪৩ রান করে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ১৫৩১ রান করে তৃতীয় শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। রোহিতের ৪৮ রানের ইনিংসের আগে ১২২৫ রান করে চতুর্থ ছিলেন ব্রায়ান লারা। (Photo Courtesy- AP)
advertisement
5/5
এদিন রোহিত ৪৮ রানের পরে তাঁর মোট স্কোর দাঁড়াল ১২৪৩ রান। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন রোহিত শর্মা। আর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। (Photo Courtesy- AP)