TRENDING:

ICC World Cup 2023: বিশ্বকাপে কোচ খুন! আজও রহস্যে মোড়া! থমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব

Last Updated:
ODI World Cup 2023 Former Pakistan Cricket Team coach Bob Woolmer s Mysterious Death reason unsolved Till now know the story during ICC World Cup 2023: ক্রিকেট বিশ্বকাপে যেমন বহু আনন্দের স্মৃতি রয়েছে, ঠিক তেমনই বহু দুঃখের স্মৃতিও রয়েছে। খেলা সংক্রান্ত খারাপ স্মৃতি সেটা স্বাভাবিক। কারণ খেলায় হার-জিৎ তো থাকবেই। কিন্তু যে বিষয়টি সকলকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল তা হল বিশ্বকাপে কোচ খুনের অভিযোগ।
advertisement
1/6
ODI WC 2023: বিশ্বকাপে কোচ খুন! আজও রহস্যে মোড়া! থমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব
ক্রিকেট বিশ্বকাপে যেমন বহু আনন্দের স্মৃতি রয়েছে, ঠিক তেমনই বহু দুঃখের স্মৃতিও রয়েছে। খেলা সংক্রান্ত খারাপ স্মৃতি সেটা স্বাভাবিক। কারণ খেলায় হার-জিৎ তো থাকবেই। কিন্তু যে বিষয়টি সকলকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল তা হল বিশ্বকাপে কোচ খুনের অভিযোগ।
advertisement
2/6
কথা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন কোচ বব উলমারের রহস্যময় মৃত্যু নিয়ে। ২০০৭ সালে বিশ্বকাপ চলাকালীন মৃত্যু হয়েছিল পাকিস্তানের তৎকালীন কোচ বব উলমার। যা নিয়ে তোলপার হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। আঁতকে উঠেছিলেন অনেকেই।
advertisement
3/6
২০০৭ সালে বিশ্বকাপের আয়োজক দেশ ছিল অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের মত দুর্বল দলের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্রিকেটাক থেকে কোচকে।
advertisement
4/6
আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার রাতেই মারা যান উলমার। জামাইকার পেগাসাস হোটেল থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল উলমারকে। প্রাথমিকভাবে অনেকেই অনুমান করেছিল বা দালি ছিল খুন করা হয়েছেে উলমারকে।
advertisement
5/6
কিন্তু কে বা কারা খুন করেছে, কিংবা আদৌ বব উলমার খুন হয়েছেন না মৃত্যুর কারণ অন্য কিছু, সেই রহস্যের কোনও কিনারা করতে পারেনি পুলিশ। তবে জল্পনা ছড়িয়ে বুকিরা খুন করে উলমারকে। কেউ আবার বলেন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ক্ষোভে খুন হতে হয় উলমারকে। অনেকে আবার বলেন সেই ম্যাচ ফিক্সিং করে হেরেছিল পাকিস্তান। আর তা উলমার জানতে পেরেছিল বলেই খুন করা হয়।
advertisement
6/6
খুনের দাবি সবথেকে বেশি জোড়ালভাবে সামনে এসেছিল। কিন্তু খুন সহ একাধিক দাবি সামনে এলেও কোনওটাই এখনও প্রমাণিত সত্য নয়। সঠিক কী কারণে মৃত্যু হয়েছিল বব উলমারেরর, তা ঘটনার ১৬ বছর পরও অজানা সকলের কাছে। আজও রহস্যে মোড়া উলমারের মৃত্যু।
বাংলা খবর/ছবি/খেলা/
ICC World Cup 2023: বিশ্বকাপে কোচ খুন! আজও রহস্যে মোড়া! থমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল