ICC World Cup 2023: বিশ্বকাপের পর অবসর ৮ ভারতীয় ক্রিকেটারের! তালিকায় একের পর এক তারকার নাম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 8 star Indiain Cricketer may annouce retirement from ODI after ICC World Cup 2023: তবে এবারের বিশ্বকাপের পর একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার রয়েছে যারা ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন। সেই তালিকায় এক জন বা ২ জন নয়, রয়েছেন ৮ জন তারকা ক্রিকেটার। নাম জানলে অবাক হবেন আপনারাও।
advertisement
1/10

৫ অক্টোবর থেকে শুরু ওডিআই বিশ্বকাপ ২০২৩। ২০১১ সালে শেষবার ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ১২ বছর পর ফের একবার বিশ্বজয়ের লক্ষ্যে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তৃতীয়বার ভারতের বিশ্বজয়ের অপেক্ষায় গোটা দেশ।
advertisement
2/10
তবে এবারের বিশ্বকাপের পর একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার রয়েছে যারা ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন। সেই তালিকায় এক জন বা ২ জন নয়, রয়েছেন ৮ জন তারকা ক্রিকেটার। নাম জানলে অবাক হবেন আপনারাও।
advertisement
3/10
শিখর ধওয়ান: প্রায় এক বছর ধরে ভারতীয় ক্রিকেট দল থেকে দূরে রয়েছেন শিখর ধওয়ানয়। ওডিআই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য নিজেকে তৈরিও করেছিলেন। কিন্তু দলে সুযোগ পাননি বাঁ হাতি তারকা ক্রিকেটার। বয়সও তাঁর ৩৭ পেরিয়েছে। ফলে আগামিতে ধওয়ানের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কম। ফলে এবারের বিশ্বকাপের পর অবসর ঘোষণা করতে পারেন শিখর ধওয়ান।
advertisement
4/10
রবিচন্দ্রন অশ্বিন: বিশ্বকাপের প্রাথমিক দলে প্রথমে সুযোগ পাননি তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু অক্ষর প্যাটেলের চোট তাঁকে শেষমেশ জায়গা করে দেয়। এটিই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে তেমন আভাসও দিয়েছেন অশ্বিন। বয়সও ৩৭ পেরিয়েছে তারকা স্পিনারের। ফলে বিশ্বকাপের পর ওডিআই থেকে অবসর নিতে পারেন অশ্বিন।
advertisement
5/10
রবীন্দ্র জাদেজা: ভারতীয় দলের সেরা ম্যাচ উইনারদের মধ্যে অন্যতম রবীন্দ্র জাদেজা। বোলিংয়ে পাশাপাশি ব্যাটিংয়েও লোয়ার অর্ডারে দলের ভরসা তিনি। বর্তমানে কার বয়স ৩৫-এর গোরগোঁরায়। পরের বিশ্বকাপ আসতে আসতে ৩৯ পেরিয়ে যাবেন জাড্ডু। ফলে খেলার সম্ভাবনা কম।
advertisement
6/10
অজিঙ্কা রাহানে: ২০১৮ সালে শেষবার ভারতের হয়ে একদিনের ম্যাচ কেলেছিলেন অজিঙ্কা রাহানে। প্রায় ৫ বছর হয়ে গেল সাদা বলের ক্রিকেটে দেশের জার্সি গায়ে তোলা হয়নি। টেস্ট দলে খেললেও মাঝে বাদ পড়তে হয়েছিল। এই নিয়ে পরপর দুটি ওডিআই বিশ্বকাপে দলের বাইরে রাহানে। ফলে এবারের বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন জিঙ্কস।
advertisement
7/10
ভুবনেশ্বর কুমার: প্রায় ২ বছর ধরে ভারতীয় একদিনের দলের বাইরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ওডিআই বিশ্বকাপ খেলার আশা ছিল ভুবিরও। কিন্তু তা আর পূরণ হয়নি। বর্তমানে ভারতীয় দলে যে প্রতিযোগিতা তাতে ভুবনেশ্বর কুমারের সুযোগও পাওয়া মুশকিল। ফলে বিশ্বকাপের পর অবসরের কথা ভাবতে পারেন এই ডান হাতি পেসার।
advertisement
8/10
রোহিত শর্মা: এবার বিশ্বকাপে দেশকে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করার লক্ষ্যে অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং ও অধিনায়কত্ব বড় দায়িত্ব হিটম্যানের কাঁধে। বর্তমানে রোহিত শর্মার বয়স ৩৭। ফলে আগামি বিশ্বকাপ কেলার সম্ভাবনা একেবারে কম। ফলে এই বিশ্বকাপের পর অবসর নিয়ে চিন্তাভাবনা করতে পারেন রোহিত শর্মা।
advertisement
9/10
মহম্মদ শামি: আরও এক ক্রিকেটার যিনি পরের বিশ্বকাপে নাও খেলতে পারেন ও এই বিশ্বকাপের পর সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তিনি মহম্মদ শামি। বর্তমানে শমির বয়স ৩৩ পেরিয়েছে। একজন পেসার হিসেবে ৩৭-৩৮ বছরে বিশ্বকাপ খেলাটা চাপের। আর টেস্ট ক্রিকেটে বেশি মনোনিবেশ করার জন্য সাদা বলের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন শামি।
advertisement
10/10
বিরাট কোহলি: ফিটনেসের দিক থেকে ভারতীয় দলের অনেক তরুণ ক্রিকেটারদের হার মানাবেন বিরাট কোহলি। বর্তমানে তাঁর বয়স ৩৫। পরের বিশ্বকাপের সময় ৩৯ বছর হবে কোহলি। আধুনিক ক্রিকেটে ৩৮-৩৯ বছর পর্যন্ত ক্রিকেটাররা খেলছেন। তবে বিরাট কোহলি পরের বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।