TRENDING:

Novak Djokovic: ২১-এর বদলা ২৩-এ, মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেন জয়, জোকোভিচের ঝুলিতে ২৪-তম গ্র্যান্ড স্ল্যাম

Last Updated:
Novak Djokovic: ২০২১ সলের ইউএস ওপেনের ফাইনালে ড্যানিল মেদফভেদেভের কাছে হারতে হয়েছি্ল নোভাক জোকোভিচকে। ২০২৩ সালের ফাইনালে সেই বদলা নিলেন সার্বিয়ান সিংহ। ইউএস ওপেন ২০২৩-এর ফাইনালে দুই টেনিস মহাতারকার হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটেই জিতলেন জোকার। খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ।
advertisement
1/6
২১-এর বদলা ২৩-এ,মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেন জয়,জোকোভিচের ২৪-তম গ্র্যান্ড স্ল্যাম
২০২১ সলের ইউএস ওপেনের ফাইনালে ড্যানিল মেদফভেদেভের কাছে হারতে হয়েছি্ল নোভাক জোকোভিচকে। ২০২৩ সালের ফাইনালে সেই বদলা নিলেন সার্বিয়ান সিংহ।
advertisement
2/6
ইউএস ওপেন ২০২৩-এর ফাইনালে দুই টেনিস মহাতারকার হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত স্ট্রেট সেটেই জিতলেন জোকার। খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ।
advertisement
3/6
এই জয়ের ফলে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম নিজের নামে করলেন জোকোভিচ। একইসঙ্গে নিজের কেরিয়ারের ২৪-তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই প্লেয়ার।
advertisement
4/6
জোকোভিচ ফাইনাল খেলতে নেমেছিলেন জুতোয় ২৩ নম্বর লিখে। আর ফাইনাল জিতে জোকোভিচ পরলেন পিঠে ২৪ লেখা একটি টিশার্ট। ট্রফি জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি জোকার।
advertisement
5/6
কেরিয়ারের ২৪ তম গ্র্যান্ডস্ল্যাম জিতে লেজেন্ড মার্গারেট কোর্টের সঙ্গে একই আসনে বসলেন নোভাক জোকোভিচ। একইসঙ্গে চতুর্থ ইউএস ওপেন জিতে ছাপিয়ে গেলেন সেরেনা উইলিয়ামসকেও।
advertisement
6/6
জয়ের পর জোকার বলেন,"টেনিসে ইতিহাস গড়ে ভাল লাগছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। ৭ বছর বয়স থেকে ভাবতাম বিশ্বের সেরা খেলোয়ার হব। আর আজ ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম নিয়ে কথা বলব তা কখনও ভাবতেও পারিনি। সকলকে ধন্যবাদ।"
বাংলা খবর/ছবি/খেলা/
Novak Djokovic: ২১-এর বদলা ২৩-এ, মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেন জয়, জোকোভিচের ঝুলিতে ২৪-তম গ্র্যান্ড স্ল্যাম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল