Novak Djokovic: কাটা ঘায়ে নুনের ছিটে! উইম্বলডন ফাইনাল হারের পর এবার শাস্তি হল জকোভিচের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Novak Djokovic: উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হারতে হয়েছিল নোভাক জোকোভিচকে। খেলার ফল ছিল ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪। ফাইনাল হারের পর এবার শাস্তি হল জোকোভিচের।
advertisement
1/5

উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হারতে হয়েছিল নোভাক জোকোভিচকে। খেলার ফল ছিল ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪।
advertisement
2/5
২০ বছরের আলকারাজের কাছে শুধু উইম্বলডন ফাইনাল হারই নয়, এবার শাস্তির সম্মুখীনও হতে হল ২৩ গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালিক কিংবদন্তী নোভাক জোকোভিচকে।
advertisement
3/5
রবিবার পঞ্চম সেটের খেলা চলাকালীন নেটের একটি পোস্টে রেগে গিয়ে সজোরে র্যাকেট দিয়ে আঘাত করেন জোকার। র্যাকেটটি ভেঙে যায়। সেই ঘটনাতেই শাস্তি হল তাঁর।
advertisement
4/5
টেনিস কোর্টে মেজাজ হারানো ও র্যাকেট ভাঙার জন্য নোভাক জোকোভিচকে ৬,১৫০ পাউন্ড জরিমানা করা হয়েছে। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা।
advertisement
5/5
এই ঘটনা নিয়ে জোকার বলেন,"ওই ঘটনা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। হতাশার কারণেফেলেছিলাম। দ্বিতীয় গেমে আমার কাছে ব্রেক করার সুযোগ ছিল। সেটা হাতছাড়া করেছিলাম"।