বিরাট কোহলি নয়! টেস্টে সচিনের রেকর্ড ভাঙবেন এই ক্রিকেটার? রয়েছেন খুবই কাছে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar: আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআইতে সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। এবার টেস্টেও কি মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে যাওয়ার মুখে?
advertisement
1/6

আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআইতে সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। সচিনের ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে গতবছর ওডিআই বিশ্বকাপে ৫০ তম শতরান করেছেন বিরাট।
advertisement
2/6
এবার টেস্টেও কি মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে যাওয়ার মুখে? এক্ষেত্রে সেঞ্চুরির সংখ্যা নয়। সচিনের মোট টেস্ট রান টপকে যাওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটের।
advertisement
3/6
সম্প্রতি যে ফর্মে ব্যাট করছেন জো রুট আর ব্রিটিশ তারকার যে বয়স তাতে ফর্ম ধরে রাখতে পারলে সচিন তেন্ডুলকরের মোট টেস্ট রানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন।
advertisement
4/6
শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টে দুই ইনিংসেই শতরান করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। মোট ৩৪টি শতরান রয়েছে রুটের ঝুলিতে। এখও পর্যন্ত তাঁর মোট রান ১২৩৭৭ রান।
advertisement
5/6
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে রয়েছে ১৫৯২১ রান, এছাড়াও ৪৯টি শতরান। জো রুটের বয়স বর্তমানে ৩৩ বছর। টেস্ট ক্রিকেটই বেশি খেলেন তিনি। আরও ৫-৬ বছর চালিয়ে যেতে পারলে সচিনের রান টপকানোর সুযোগ থাকছে রুটের সামনে।
advertisement
6/6
এখনও মাস্টার ব্লাস্টারের থেকে ৩৫০০-র বেশি রানে পিছিয়ে রয়েছেন রুট, তবে প্রতি বছর প্রায় ১০-১২টি টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ড। ফলে ইসিবি ও ইংল্যান্ডের বর্তমান ও প্রাক্তন তারকারাও আশা দেখছেন রুটের হাতেই ভাঙবে সচিনের রেকর্ড। শেষ পর্যন্ত কি হয় তার উত্তর দেবে সময়।