TRENDING:

Nitish Kumar Reddy: মেলবোর্ন দেখল রিয়েল লাইফ 'পুষ্পা' নীতিশকে! অজিদের ডেরায় চোখে চোখ রেখে বুঝিয়ে দিলেন 'ম্যায় ঝুঁকেগা নেহি'

Last Updated:
Nitish Kumar Reddy: একে একে ফিরত চলে গিয়েছে দলের সব মহাতারকারা। মেলবোর্নে ভারতীয় দল তখন ফলোঅন বাঁচাতে পারবে কিনা তা নিয়েই উঠে গিয়েছিল প্রশ্ন। কিন্তু ২১ বছরের তরুণ নীতিশ রেড্ডির ইচ্ছে ছিল বড় কিছু ধামাকা করার।
advertisement
1/6
মেলবোর্ন দেখল রিয়েল লাইফ 'পুষ্পা'-কে! রেড্ডি বুঝিয়ে দিলেন 'ম্যায় ঝুঁকেগা নেহি'
একে একে ফিরত চলে গিয়েছে দলের সব মহাতারকারা। মেলবোর্নে ভারতীয় দল তখন ফলোঅন বাঁচাতে পারবে কিনা তা নিয়েই উঠে গিয়েছিল প্রশ্ন। কিন্তু ২১ বছরের তরুণ নীতিশ রেড্ডির ইচ্ছে ছিল বড় কিছু ধামাকা করার। (Photo Courtesy- AP)
advertisement
2/6
অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের সামনে কার্যত একা রুখে দাঁড়ালেন নীতিশ রেড্ডি। অনবদ্য ব্যাটিং করে ভারতের শুধু ফলোঅন বাঁচালেন তাই নয়, বক্সিং ডে টেস্টে ভারতকে ম্যাচে টিকিয়ে রাখলেন নীতিশ। (Photo Courtesy- AP)
advertisement
3/6
অর্ধশতরানের পর 'পুষ্পা' স্টাইলে সেলিব্রেশন করে বুঝিয়ে দিলেন পরিস্থিতি যাই হোক, "ম্যায় ঝুঁকেগা নেহি"। দর্শক ঠাসা ঐতিহাসিক মেলবোর্ন স্টেডিয়াম রিল লাইফের নয়, দেখল রিয়েল লাইফে 'পুষ্পা'-কে। (Photo Courtesy- AP)
advertisement
4/6
আর পুষ্পা সিনেমায় যেভাবে তার বন্ধু কেশব সবকিছুতে সঙ্গ দিয়েছে, ঠিক তেমনই মেলবোর্নে একই ভূমিকায় দেখা গেল ওয়াশিংটন সুন্দরকে। নিজের অর্ধশতরান করলেন, নীতিশ রেড্ডির সঙ্গে শতরানের পার্টনারশিপ করে ভারতকে দিলেন নতুন জীবন। (Photo Courtesy- AP)
advertisement
5/6
অর্ধশতরান করেই থেমে থাকেননি নীতিশ রেড্ডি। ওটা তো শুধু ছিল 'পুষ্পা-দ্য রাইজের' মত নীতিশ রেড্ডির প্রথম পর্ব। অর্ধশতরানের পর আরও ভয়ঙ্কয় হয়ে ওঠেন ভারতীয় তরুণ। কঠিন পরিস্থিতিতে শতরান করে বুঝিয়ে দিলেন 'পুষ্পা দ্য রুলের' মত আমি রাজ করতে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে। (Photo Courtesy- AP)
advertisement
6/6
শতরান করার পর নীতিশের সেলিব্রেশনও ছিল দেখার মত। এখানেও আবেগে ভেসে না গিয়ে সেখানে ধীর-স্থির দেখিয়েছে নীতিশকে। মন ছুঁয়ে গিয়েছে তার সেলিব্রেশন। একইসঙ্গে মেলবোর্নে জন্ম হল ভারতীয় ক্রিকেটের নতুন তারকার। (Photo Courtesy- AP)
বাংলা খবর/ছবি/খেলা/
Nitish Kumar Reddy: মেলবোর্ন দেখল রিয়েল লাইফ 'পুষ্পা' নীতিশকে! অজিদের ডেরায় চোখে চোখ রেখে বুঝিয়ে দিলেন 'ম্যায় ঝুঁকেগা নেহি'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল