TRENDING:

Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

Last Updated:
BRA vs SER: এদিকে ব্রাজিলের এর পরের ম্যাচ ২৮ তারিখ, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে৷ ৩ ডিসেম্বর ১২.৩০ এ গ্রুপ পর্বের শেষ খেলা ক্যামেরুনের বিরুদ্ধে ৷
advertisement
1/6
পায়ের চোট  ‘ডিরেক্ট ট্রমা’-ব্রাজিলের চিকিৎসক,নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতে
#দোহা: তিতের একটি পারফেক্ট ফিনিশের ম্যাচে হঠাৎ করেই আশঙ্কার মেঘ৷ গোটা দুনিয়ার ব্রাজিল ফ্যান এবং নেইমার ফ্যানরা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে৷ ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রডরিগো লেসমার জানিয়েছে যে এই চোট সরাসরি আঘাত অর্থাৎ তিনি বলে দিয়েছেন ডিরেক্ট ট্রমা৷ Photo- AP
advertisement
2/6
তিনি আরও জানিয়েছেন সঙ্গে সঙ্গেই নেইমারের চোট নিয়ে বেঞ্চেই চিকিৎসা শুরু হয়ে যায়৷ ফিজিও তাঁকে দেখেছেন তবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে থাকতে হবে৷ ম্যাচ চলাকালীনও তিনি ব্যাথা অনুভব করেছিলেন৷ কিন্তু চোটের পরেও তিনি মাঠে থাকতে চেয়েছিলেন৷  Photo- AP
advertisement
3/6
এদিকে রিচারলিসনের দুটি গোল নিয়ে আনন্দে মাতোয়ারা হওয়ার দিনে তিতের চিন্তা নেইমারের চোটও৷ তবে তাঁর এবারের বিশ্বকাপে খেলা নিয়ে কোনও সন্দেহ নেই বলেই জানিয়ে দিয়েছেন অভিজ্ঞ কোচ৷  Photo- AP
advertisement
4/6
তিনি বলেছেন, ‘‘চিন্তা করবেন না, নেইমার বিশ্বকাপ খেলবে৷’’ তিনি আরও বলেন, ‘‘ও খেলতে থাকবে এই নিয়ে কোনও সন্দেহ নেই৷ ’’  Photo- AP
advertisement
5/6
এদিনের ম্যাচে ৬২ মিনিট ও ৭৩ মিনিটে রিচারলিসনের গোলে ব্রাজিল দলের জয় নিশ্চিত করে নেন৷ সার্বিয়ার দুর্ভেদ্য রক্ষণের কাছে আটকে গিয়েছিল সাম্বা বাহিনী৷  Photo- AP
advertisement
6/6
এদিকে ব্রাজিলের এর পরের ম্যাচ ২৮ তারিখ, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে৷ রাত সাড়ে নটায় হবে খেলা৷ ৩ ডিসেম্বর ১২.৩০ এ গ্রুপ পর্বের শেষ খেলা ক্যামেরুনের বিরুদ্ধে ৷ এবার নেইমার এই ম্যাচগুলিতে খেলতে পারেন কিনা সেটাই জানার অপেক্ষায় দুনিয়া৷ Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল