Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও
- Published by:Debalina Datta
Last Updated:
BRA vs SER: এদিকে ব্রাজিলের এর পরের ম্যাচ ২৮ তারিখ, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে৷ ৩ ডিসেম্বর ১২.৩০ এ গ্রুপ পর্বের শেষ খেলা ক্যামেরুনের বিরুদ্ধে ৷
advertisement
1/6

#দোহা: তিতের একটি পারফেক্ট ফিনিশের ম্যাচে হঠাৎ করেই আশঙ্কার মেঘ৷ গোটা দুনিয়ার ব্রাজিল ফ্যান এবং নেইমার ফ্যানরা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে৷ ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রডরিগো লেসমার জানিয়েছে যে এই চোট সরাসরি আঘাত অর্থাৎ তিনি বলে দিয়েছেন ডিরেক্ট ট্রমা৷ Photo- AP
advertisement
2/6
তিনি আরও জানিয়েছেন সঙ্গে সঙ্গেই নেইমারের চোট নিয়ে বেঞ্চেই চিকিৎসা শুরু হয়ে যায়৷ ফিজিও তাঁকে দেখেছেন তবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে থাকতে হবে৷ ম্যাচ চলাকালীনও তিনি ব্যাথা অনুভব করেছিলেন৷ কিন্তু চোটের পরেও তিনি মাঠে থাকতে চেয়েছিলেন৷ Photo- AP
advertisement
3/6
এদিকে রিচারলিসনের দুটি গোল নিয়ে আনন্দে মাতোয়ারা হওয়ার দিনে তিতের চিন্তা নেইমারের চোটও৷ তবে তাঁর এবারের বিশ্বকাপে খেলা নিয়ে কোনও সন্দেহ নেই বলেই জানিয়ে দিয়েছেন অভিজ্ঞ কোচ৷ Photo- AP
advertisement
4/6
তিনি বলেছেন, ‘‘চিন্তা করবেন না, নেইমার বিশ্বকাপ খেলবে৷’’ তিনি আরও বলেন, ‘‘ও খেলতে থাকবে এই নিয়ে কোনও সন্দেহ নেই৷ ’’ Photo- AP
advertisement
5/6
এদিনের ম্যাচে ৬২ মিনিট ও ৭৩ মিনিটে রিচারলিসনের গোলে ব্রাজিল দলের জয় নিশ্চিত করে নেন৷ সার্বিয়ার দুর্ভেদ্য রক্ষণের কাছে আটকে গিয়েছিল সাম্বা বাহিনী৷ Photo- AP
advertisement
6/6
এদিকে ব্রাজিলের এর পরের ম্যাচ ২৮ তারিখ, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে৷ রাত সাড়ে নটায় হবে খেলা৷ ৩ ডিসেম্বর ১২.৩০ এ গ্রুপ পর্বের শেষ খেলা ক্যামেরুনের বিরুদ্ধে ৷ এবার নেইমার এই ম্যাচগুলিতে খেলতে পারেন কিনা সেটাই জানার অপেক্ষায় দুনিয়া৷ Photo- AP