Neymar: মারণ রোগে আক্রান্ত নেইমার! ব্রাজিল তারকার মেডিকেল রিপোর্টে হইচই সারা পৃথিবীতে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Neymar- ৩৩ বছর বয়সী নেইমারের জন্য এই করোনা সংক্রমণ তাঁকে আবার নতুন সমস্যায় ফেলেছে। কারণ ব্রাজিলের সিরি আ’য় ঘরোয়া ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন করলেও এখনও পর্যন্ত প্রত্যাশা মেটাতে পারেননি।
advertisement
1/6

ফিটনেস নিয়ে সমস্যায় ছিলেন। ইনজুরি নিয়ে স্বস্তিতে ছিলেন না। এবার ব্রাজিলের সুপারস্টার নেইমার মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। রবিবার এই খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব সান্তোস।
advertisement
2/6
সান্তোস বিবৃতিতে জানিয়েছে, ‘নেইমার করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার থেকে ভাইরাল সংক্রমণের জন্য নেইমার জুনিয়রকে ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানো হয়। সান্তোস এফসির মেডিকেল বিভাগের মূল্যায়নের পর তাঁর কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হয়েছে।’
advertisement
3/6
ক্লাবের তরফে আরও জানানো হয়েছে, উপসর্গ শুরু হলে নেইমার বৃহস্পতিবার সবরকম কার্যকলাপ থেকে নিজেকে সরিয়ে নেন। বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে তাঁর। নেইমারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
advertisement
4/6
৩৩ বছর বয়সী নেইমারের জন্য এই করোনা সংক্রমণ তাঁকে আবার নতুন সমস্যায় ফেলেছে। কারণ ব্রাজিলের সিরি আ’য় ঘরোয়া ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন করলেও এখনও পর্যন্ত প্রত্যাশা মেটাতে পারেননি। সৌদি ক্লাব আল-হিলালে চোটে জর্জরিত সময় কাটানোর পর শৈশবের ক্লাব সান্তোসে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১২টি ম্যাচ খেলতে পেরেছেন। সেখানেও বারবার চোট ও ফিটনেস সমস্যায় ভুগে চলেছেন তিনি।
advertisement
5/6
বেহিসাবী জীবন-যাপনের জন্য নেইমার বরাবর খবরের শিরোনামে থাকেন। গত রবিবার বোতাফোগোর বিপক্ষে গোল করতে গিয়ে ইচ্ছাকৃত হ্যান্ডবল করার জন্য লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছেন। তার উপর এবার তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর চিন্তা বাড়াল আরও।
advertisement
6/6
জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই তিনি ধুম জ্বরে পড়েছিলেন। তার পরই টিম ম্য়ানেজমেন্ট চিকিৎসকের শরণাপন্ন হয়। জানা যায়, নেইমারের সারা শরীরে অহস্য যন্ত্রণা হচ্ছিল। এর পরই করোনা রিপোর্ট পজিটিভ আসে।