TRENDING:

IndVSPak: বদলার আগুন জ্বলছে বুকে! ২টি WORLD CUP, দু'বার মুখোমুখি পাকিস্তান? প্রতিশোধ নেওয়ার বিরাট সুযোগ!

Last Updated:
India VS Pakistan|Rohit Sharma|Virat Kohli|Babar Azam|BCCI|ICC: প্রতিটি ভারতীয় একটাই ইচ্ছা, খেলার মাঠে ফের হারাতে হবে পাকিস্তানকে
advertisement
1/8
বদলার আগুন জ্বলছে বুকে! ২টি WORLD CUP, দু'বার মুখোমুখি পাকিস্তান? প্রতিশোধ!
আইসিসি টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) ভারত (India) ও পাকিস্তান (Pakistan) একে অপরের বিরুদ্ধে শুরু করেছিল অভিযান কিন্তু ইতিহাসে প্রথমবার ভারত পাকিস্তানের কাছে বিশ্বকাপের মঞ্চে হেরেছে ৷ তারপরেই কার্যত ভারতের বিশ্বকাপ (T20 World Cup)অভিযানে জল ঢেলে দেয় চির প্রতিপক্ষ পাকিস্তান ৷ ফাইল ছবি ৷
advertisement
2/8
তবে এবার আরও একটি বিষয় সামনে আসছে যে আগামী বছর ফের ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ৷ বুধবারই আইসিসির প্রকাশিত সূচিতে জানা গিয়েছে আগামী বছর ক্রিকেটের মাঠে ২ বার মুখোমুখি হবে ভারত-পাক (India Vs Pakistan) ৷ ফাইল ছবি ৷
advertisement
3/8
আইসিসির আন্ডার ১৯ বিশ্বকাপে (ICC Under 12 World Cup) ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India VS Pakistan) ৷ ওই প্রতিযোগিতার শুরুর দিকটি আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ ৷ ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২২-এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৷ ১৬ দলের প্রতিযোগিতা, বাকিটা আয়োজন করবে অস্ট্রেলিয়া (Australia) ৷ ফাইল ছবি ৷
advertisement
4/8
এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান সুপার ১২-এ কোয়ালিফাই করেছে ৷ দুই দেশের মধ্যে ৪৮ তম ম্যাচ হবে ৷ আগামী বছরেই ভারত ও পাকিস্তান আন্ডার গ্রুপ বি-তে টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa), আয়ারল্যান্ড (Ireland), উগান্ডা (Uganda) রয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
5/8
গ্রুপ সিতে পাকিস্তান (Pakistan), আফগানিস্তান (Afghanistan), জিম্বাবোয়ে (Zimbabwe), পাপুআ নিউ গিনির সঙ্গে, গ্রুপ-এ তে বাংলাদেশ (Bangladesh), ইংল্যান্ড (England), কানাডা (Canada), ইউএই (UAE), গ্রুপ ডিতে ওয়েস্ট ইন্ডিজ (West Indies), অস্ট্রেলিয়া (Australia), শ্রীলঙ্কা (Srilanka), স্কটল্যান্ড (Scotland) রয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/8
আন্ডার ১৯-এ সব থেকে ভাল রেকর্ড ভারতের আছে ৷ এর আগে চারবার এই খেতাব জয় করেছে ভারত ৷ অস্ট্রেলিয়া তিনবার. পাকিস্তান ২ বার, দক্ষিণ আপ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ একবার করে জিতেছে ৷ শেষবার ২০২০ সালে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল যেখানে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
7/8
আন্ডার ১৯ টুর্নামেন্টের কথা বললে বলা যেতে পারে যেই প্রতিযোগিতা থেকে বহু ক্রিকেটার উঠেছেন ৷ যেখানে বিরাট কোহলি (Viral Kohli), জো রুট (Joh Route), বাবর আজম (Babar Azam), শিমরাত হেতমায়রের মত প্রতিভাবান ক্রিকেটারেরা ৷ আশা করা যাচ্ছে ভবিষ্যতেও বড় বড় খেলোয়াড় পাবে ক্রিকেট বিশ্ব ৷ ফাইল ছবি ৷
advertisement
8/8
২০০০ মহম্মদ কাইফ (Mohammad Kaif), ২০০৮ বিরাট কোহলি (Virat Kohli), ২০১২ উন্মুক্ত চাঁদ, ২০১৮ পৃথ্বী শ (Prithwi Shaw)-এর নেতৃত্বে জিতেছিল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ৷ আগামী বছর কোন দল সেরা হয় সেটা প্রমাণ করবে ভবিষ্যত ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/খেলা/
IndVSPak: বদলার আগুন জ্বলছে বুকে! ২টি WORLD CUP, দু'বার মুখোমুখি পাকিস্তান? প্রতিশোধ নেওয়ার বিরাট সুযোগ!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল