IndVSPak: বদলার আগুন জ্বলছে বুকে! ২টি WORLD CUP, দু'বার মুখোমুখি পাকিস্তান? প্রতিশোধ নেওয়ার বিরাট সুযোগ!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
India VS Pakistan|Rohit Sharma|Virat Kohli|Babar Azam|BCCI|ICC: প্রতিটি ভারতীয় একটাই ইচ্ছা, খেলার মাঠে ফের হারাতে হবে পাকিস্তানকে
advertisement
1/8

আইসিসি টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) ভারত (India) ও পাকিস্তান (Pakistan) একে অপরের বিরুদ্ধে শুরু করেছিল অভিযান কিন্তু ইতিহাসে প্রথমবার ভারত পাকিস্তানের কাছে বিশ্বকাপের মঞ্চে হেরেছে ৷ তারপরেই কার্যত ভারতের বিশ্বকাপ (T20 World Cup)অভিযানে জল ঢেলে দেয় চির প্রতিপক্ষ পাকিস্তান ৷ ফাইল ছবি ৷
advertisement
2/8
তবে এবার আরও একটি বিষয় সামনে আসছে যে আগামী বছর ফের ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ৷ বুধবারই আইসিসির প্রকাশিত সূচিতে জানা গিয়েছে আগামী বছর ক্রিকেটের মাঠে ২ বার মুখোমুখি হবে ভারত-পাক (India Vs Pakistan) ৷ ফাইল ছবি ৷
advertisement
3/8
আইসিসির আন্ডার ১৯ বিশ্বকাপে (ICC Under 12 World Cup) ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India VS Pakistan) ৷ ওই প্রতিযোগিতার শুরুর দিকটি আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ ৷ ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২২-এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৷ ১৬ দলের প্রতিযোগিতা, বাকিটা আয়োজন করবে অস্ট্রেলিয়া (Australia) ৷ ফাইল ছবি ৷
advertisement
4/8
এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান সুপার ১২-এ কোয়ালিফাই করেছে ৷ দুই দেশের মধ্যে ৪৮ তম ম্যাচ হবে ৷ আগামী বছরেই ভারত ও পাকিস্তান আন্ডার গ্রুপ বি-তে টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa), আয়ারল্যান্ড (Ireland), উগান্ডা (Uganda) রয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
5/8
গ্রুপ সিতে পাকিস্তান (Pakistan), আফগানিস্তান (Afghanistan), জিম্বাবোয়ে (Zimbabwe), পাপুআ নিউ গিনির সঙ্গে, গ্রুপ-এ তে বাংলাদেশ (Bangladesh), ইংল্যান্ড (England), কানাডা (Canada), ইউএই (UAE), গ্রুপ ডিতে ওয়েস্ট ইন্ডিজ (West Indies), অস্ট্রেলিয়া (Australia), শ্রীলঙ্কা (Srilanka), স্কটল্যান্ড (Scotland) রয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/8
আন্ডার ১৯-এ সব থেকে ভাল রেকর্ড ভারতের আছে ৷ এর আগে চারবার এই খেতাব জয় করেছে ভারত ৷ অস্ট্রেলিয়া তিনবার. পাকিস্তান ২ বার, দক্ষিণ আপ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ একবার করে জিতেছে ৷ শেষবার ২০২০ সালে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল যেখানে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
7/8
আন্ডার ১৯ টুর্নামেন্টের কথা বললে বলা যেতে পারে যেই প্রতিযোগিতা থেকে বহু ক্রিকেটার উঠেছেন ৷ যেখানে বিরাট কোহলি (Viral Kohli), জো রুট (Joh Route), বাবর আজম (Babar Azam), শিমরাত হেতমায়রের মত প্রতিভাবান ক্রিকেটারেরা ৷ আশা করা যাচ্ছে ভবিষ্যতেও বড় বড় খেলোয়াড় পাবে ক্রিকেট বিশ্ব ৷ ফাইল ছবি ৷
advertisement
8/8
২০০০ মহম্মদ কাইফ (Mohammad Kaif), ২০০৮ বিরাট কোহলি (Virat Kohli), ২০১২ উন্মুক্ত চাঁদ, ২০১৮ পৃথ্বী শ (Prithwi Shaw)-এর নেতৃত্বে জিতেছিল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ৷ আগামী বছর কোন দল সেরা হয় সেটা প্রমাণ করবে ভবিষ্যত ৷ ফাইল ছবি ৷