Shameful Record Of Shubman Gill: লজ্জা শুভমান গিলেরও, কপাল খারাপ চলছেই! কোনও ভারতীয় অধিনায়কের যে রেকর্ড নেই তাই করলেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
গিল-এর অধিনায়কত্বে কালো দাগ... প্রথমবার নিউজিল্যান্ড ইন্ডিয়া-তে করল এই কাজ, কোনো ভারতীয় ক্যাপ্টেন চাইবে না পুনরাবৃত্তি
advertisement
1/5

কলকাতা: তরুণ তুর্কি শুভমান গিলের সময়টা মোটেই ভাল যাচ্ছে না, টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ যাওয়া থেকে এবার অধিনায়ক হিসেবে অপ্রত্যাশিত রেকর্ড৷ শুভমান গিলের অধিনায়কত্বে কালো দাগ তখনই লাগল যখন নিউজিল্যান্ড প্রথমবার ভারত-এ ওয়ানডে সিরিজ জিতল। ভারতীয় দল শুভমানের অধিনায়কত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ১-২-এ হেরে গেল। এমন প্রথমবার হল যখন কোনো ভারতীয় ক্যাপ্টেনের অধিনায়কত্বে নিজের ঘরে কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারল।
advertisement
2/5
নিউজিল্যান্ড ভারতকে ৪১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে নিল। ইনদওরের হোলকার স্টেডিয়ামে খেলা সিরিজের নির্ধারক ম্যাচে ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) প্রথমে ব্যাটিং করার জন্য ডাকলে কিউয়ি দল ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান তোলে। তারপর অতিথি দল স্বাগতিক ভারতীয় দল-কে ৪৬ ওভারে ২৯৬ রানে (সব উইকেট পড়ে) অলআউট করে দেয়। বিরাট কোহলি (Virat Kohli) ১০৮ বলে ১২৪ রান করেন।
advertisement
3/5
একইসঙ্গে নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এবং Harshit Rana-ও তাদের প্রথম ওয়ানডে অর্ধশতক করেন। কিন্তু তবুও ভারত লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। তৃতীয় ওয়ানডে-তে হার মানে ইতিহাসে প্রথমবার ভারতীয় দল নিজের ঘরে নিউজিল্যান্ড-এর বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারল। এর সঙ্গেই শুভমান গিলের অধিনায়কত্বে কালো দাগও লাগল, যা আগে কোনো ভারতীয় ক্যাপ্টেনের নেতৃত্বে হয়নি।
advertisement
4/5
২০২৪ সালে নিউজিল্যান্ড প্রথমবার ভারত-এ টেস্ট সিরিজ জিতেছে। আর এখন তারা বিশ্বের নাম্বার ওয়ান ওয়ানডে দল-কে ওয়ানডে সিরিজেও হারিয়ে দিয়েছে। সেটাও এমন এক দল নিয়ে, যেখানে অনেক টপ প্লেয়ার ভারত সফরে ছিল না। ওয়ানডে সিরিজে হারের পর shubman gill-এর নাম এমন এক তালিকায় ঢুকে গেল, যেখানে কেউই থাকতে চাইবে না। পঞ্জাবের ২৬ বছরের ডানহাতি ব্যাটসম্যান shubman gill নিউজিল্যান্ড-এর বিরুদ্ধে ঘরে ওয়ানডে সিরিজ হারানো প্রথম ভারতীয় ক্যাপ্টেন হয়ে গেলেন।
advertisement
5/5
৩৭ বছর পর ভারতীয় ক্রিকেট দল নিজের ঘরে অপমানিত, ওয়ানডে সিরিজ হারার পর ক্যাপ্টেনের কষ্ট প্রকাশ, হার মেনে নিতে পারছে না শুভমান গিল৷ বিশ্বের নম্বর ১ ওয়ানডে ব্যাটসম্যান বিরাট কোহলির নামে এখন নিউজিল্যান্ড-এর বিরুদ্ধে ওয়ানডে এবং আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড আছে। দিল্লির ৩৭ বছরের এই ডানহাতি ব্যাটসম্যান নিউজিল্যান্ড-এর বিরুদ্ধে ভারতের হয়ে নিজের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি করল। নিউজিল্যান্ড-এর বিরুদ্ধে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় kohli-র পরে ভারতের virender sehwag এবং অস্ট্রেলিয়ার ricky ponting আছেন। sehwag এবং ponting দুজনেই কিউইদের বিরুদ্ধে ৬টি করে ওয়ানডে সেঞ্চুরি করেছেন।