Ravindra Jadeja : একসময়ের ফিনিশার এখন 'ফিনিশ'! ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন, সেই তারকা ক্রিকেটার শেষ ম্য়াচ খেলে ফেললেন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ravindra Jadeja : নিউজিল্যান্ড সিরিজে বিরাট ও রোহিতকে আলাদা করে ডেকে সংবর্ধনা দেওয়া হয়। তবে জাদেজাকে ডাকা হয়নি। তার পর থেকেই অনেকে মনে করছেন, জাদেজা হয়তো শেষ ম্যাচটা খেলে ফেলেছেন।
advertisement
1/6

একসময় বহু ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বহু বহু পরিস্থিতিতে তিনি ভারতীয় দলের ঢাল হয়েছেন। একসময়ের সেই ফিনিশার এখন নিজেই প্রায় ফিনিশ! আমরা আজ কথা বলছি রবীন্দ্র জাদেজাকে নিয়ে।
advertisement
2/6
গত ১৪ মাসে বারবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারতীয় দল। প্রথমে টেস্ট, তার পর একদিনের সিরিজ। একটানা হার। আর এই সিরিজ হারের পরই বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁদের মধ্যে অন্যতম জাদেজা।
advertisement
3/6
রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে কথার মাঝখানে এখন আর জাদেজাকে নিয়ে সেভাবে কথা হয় না। তবে জাদেজা যে আর পারফর্ম করতে পারছেন না, সেটা বেশ কয়েকবার প্রমাণিত।
advertisement
4/6
নিউজিল্যান্ড সিরিজে বিরাট ও রোহিতকে আলাদা করে ডেকে সংবর্ধনা দেওয়া হয়। তবে জাদেজাকে ডাকা হয়নি। তার পর থেকেই অনেকে মনে করছেন, জাদেজা হয়তো শেষ ম্যাচটা খেলে ফেলেছেন।
advertisement
5/6
২০২৩ বিশ্বকাপের পর থেকে ভারত ২৩টা ODI খেলেছে। তার মধ্যে ১৩টা ম্যাচে খেলেছেন জাদেজা। তিনি মাত্র ১৪৯ রান করেন। তার মধ্যে রয়েছে একটা হাফ সেঞ্চুরি।
advertisement
6/6
চলতি বছরের জুলাই মাসে ভারত ODI সিরিজ় খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এর পর সেই সিরিজ থেকেই ভারতীয় দল ODI বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় এবার। সেখানে সিম বোলারদের অ্যাডভান্টেজ। ফলে সেখানে দু’জন বাঁ হাতি স্পিনারকে দলে নাও রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।