TRENDING:

New York Stadium: পার্ককেই বানিয়ে ফেলা হয়েছে ৩৪ হাজার আসনের আস্ত স্টেডিয়াম, টি২০ বিশ্বকাপে এখানেই খেলবে ভারত-পাকিস্তান

Last Updated:
সম্প্রতি নিউইয়র্কে তৈরি হয়েছে ৩৪ হাজার আসনের নতুন স্টেডিয়াম। সেখানেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ফুটছে গোটা নিউইয়র্ক।
advertisement
1/5
পার্ককেই বানিয়ে ফেলা হয়েছে ৩৪ হাজার আসনের আস্ত স্টেডিয়াম, এখানেই ভারত-পাক ম্যাচ
মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সাজো সাজো রব। আইসিসি টি২০ বিশ্বকাপের প্রস্তুতি চলছে জোরকদমে। সম্প্রতি নিউইয়র্কে তৈরি হয়েছে ৩৪ হাজার আসনের নতুন স্টেডিয়াম। সেখানেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ফুটছে গোটা নিউইয়র্ক। গত বুধবার স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ২০২৪ টি২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার তথা জামাইকান অ্যাথলিট উসেইন বোল্ট। নিউইয়র্কের ২৫ মাইল পূর্বে অবস্থিত এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ‘নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। Photo Courtesy: ICC
advertisement
2/5
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সদ্য নির্মিত এই স্টেডিয়ামের একটি ভিডিও শেয়ার করেছেন এক ইউজার। ভিডিও-তে দেখা যাচ্ছে, ঝকঝকে স্ট্যান্ড, গালিচার মতো সবুজ ঘাসে মোড়া মাঠের মাঝখানে পিচ। আর মাঠের মাঝখানে একটা বিশাল ক্রিকেট বল। ভিডিও-র ক্যাপশনে এক্স ইউজার লিখেছেন, “উইকেট এসেছে অ্যাডিলেড থেকে। মাত্র ২ মাসের মধ্যে তৈরি হয়েছে স্টেডিয়াম। ৩৪ হাজার দর্শক ধরবে। ২ সপ্তাহের মধ্যে শুরু হবে বিশ্বকাপ। দৈত্যাকার বল”। Photo Courtesy: ICC
advertisement
3/5
মডিউলার স্টেডিয়াম নিয়ে কমেন্ট বক্সে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ইউজারের দাবি, খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান খেলা হবে ক্রিকেট। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রে ক্রিকেট অবশ্যই বড় খেলা হতে চলেছে”। আরেক ইউজার ক্রিকেট পিচ দেখে মুগ্ধ। তিনি বলছেন, নিখুঁত দেখাচ্ছে। লিখেছেন, “খুব ভাল লাগছে। বিশাল ইভেন্ট শুরু হতে চলেছে। আশা করি আমেরিকা এর পিছনে থাকবে”। Photo Courtesy: ICC
advertisement
4/5
ভবিষ্যতে এই স্টেডিয়ামে শুধুই ক্রিকেট খেলা হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, “ওয়াও। ৩৪ হাজার দর্শক। দুর্দান্ত। তবে মনে হয় না, ভবিষ্যতে এখানে শুধুই ক্রিকেট হবে”। আরেক ক্রিকেট অনুরাগী বলছেন, “এত ভাল স্টেডিয়াম হবে আশা করিনি। মনে হয়েছিল, একটা জগাখিচুড়ি পাকাবে”। Photo Courtesy: ICC
advertisement
5/5
মাত্র মাস তিনেক আগেও এটা ছিল পার্ক। বিকেলে ছোটরা খেলাধুলো করত। পার্কের বেঞ্চে আড্ডা জমাতেন বৃদ্ধ-বৃদ্ধারা। মার্কিন যুক্তরাষ্ট্র টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার পর পার্কের ভোল বদলে ৩৪ হাজার আসনের স্টেডিয়াম তৈরি করা হয়। স্টেডিয়ামে সাধারণ আসন থেকে শুরু করে প্রিমিয়াম, ভিআইপি, হসপিটালিটি স্যুট রয়েছে। রয়েছে পার্টি ডেক এবং ক্যাবানাও। Photo: X/@T20WorldCup
বাংলা খবর/ছবি/খেলা/
New York Stadium: পার্ককেই বানিয়ে ফেলা হয়েছে ৩৪ হাজার আসনের আস্ত স্টেডিয়াম, টি২০ বিশ্বকাপে এখানেই খেলবে ভারত-পাকিস্তান
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল