ত্রিশূল, ডমরু, বেলপাতা! 'শিব ঠাকুর' থিমে বেনারসের নতুন স্টেডিয়াম, দেখার মতো মাঠ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Benaras cricket stadium: ভারতে আরও একটি নতুন স্টেডিয়াম। এই মাঠের থিম- শিব ঠাকুর।
advertisement
1/7

নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে বেনারসে। সেই স্টেডিয়ামের থিম শিব ঠাকুর।
advertisement
2/7
স্টেডিয়ামের প্রবেশপথ হবে বেলপাতার আদলে। ফ্লাডলাইটের স্ট্যান্ড হবে ত্রিশূলের মতো দেখতে।
advertisement
3/7
আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম তৈরিতে খরচ হবে আনুমানিক ৪০০ কোটি টাকা। ৩০.৬ একর জমিতে এই স্টেডিয়াম তৈরি হয়েছে।
advertisement
4/7
স্টেডিয়ামের প্রবেশপথ হবে বেলপাতার আদলে। ফ্লাডলাইটের স্ট্যান্ড হবে ত্রিশূলের মতো দেখতে।
advertisement
5/7
২৩ সেপ্টেম্বর বেনারসের এ স্টেডিয়ামের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
6/7
স্টেডিয়ামের মিডিয়া সেন্টার হবে ডমরুর আদলে। এই স্টেডিয়ামের থিম- শিব ঠাকুর।
advertisement
7/7
প্রায় ২ বছর সময় লেগেছে এই স্টেডিয়াম তৈরি করতে। একসঙ্গে ৩০ হাজার দর্শক বসে এই স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন।