TRENDING:

Neeraj Chopra: এবারও হল না সোনা জয়! লুসানেও রুপোতেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে

Last Updated:
Neeraj Chopra: টোকিও পুনরাবৃত্তি প্যারিসে করতে পারেননি নীরজ চোপড়া। সন্তুষ্ট থাকতে হরয়েছিল রুপো জিতেই। এবার লুসানের ডায়মন্ড লিগেও অধরা থাকল নীরজে সোনা জয়।
advertisement
1/6
Neeraj Chopra: এবারও হল না সোনা জয়! লুসানেও রুপোতেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে
প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোরড়ার। টোকিও পুনরাবৃত্তি করতে পারেননি তিনি। সন্তুষ্ট থাকতে হরয়েছিল রুপো জিতেই।
advertisement
2/6
অলিম্পিক্সের পর শোনা গিয়েছিল হাল্কা চোট রয়েছে নীরজের। তারপরও নীজের নতুন টার্গেট সেট করেছিলেন পরপর দুটি অলিম্পিক্সে পদক জেতা নীরজ। ভেবেছিলেন লুসানের ডায়মন্ড লিগে সোনা জয়ের স্পপ্ন পূরণ করবেন। কিন্তু সেই আশাও পূরণ হল না।
advertisement
3/6
লুসানের ডায়মন্ড লিগে মরশুমের সেরা থ্রো করেও সোনা জেতা হল না নীরজ চোপড়ার। প্রতিযোগিতার ফাইনালে প্রথম তিনটি থ্রোয়ের একটিতেও ৮৫ মিটার অতিক্রম করতে পারননি নীরজ চোপড়া।
advertisement
4/6
সেই সম অনেকের মনে হয়েছিল চোটের কারমে নিজেরা সেরাটা দিতে পারছেন না তিনি। চতুর্থ থ্রো-তে ছন্দে ফেরেন নীরজ। ৮৫.৫৮ মিটার জ্যাভেলিন ছুড়ে তৃতীয় স্থানে উঠে আসেন নীরজ চোপড়া।
advertisement
5/6
পঞ্চম থ্রোয়ে নিজের সেরাটা দেন। ৮৯.৪৯ মিটার ছুড়ে রুপো জয় নিশ্চিত করে ফেলেন নীরজ চোপড়া। এই ইভেন্টে প্যারিসে ব্রোঞ্জ জেতা গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস ৯০.৬১ মিটার ছুড়ে সোনা জেতেন।
advertisement
6/6
এর পর সেপ্টেম্বরে ব্রাসেলসে মরশুমের শেষ ডায়মন্ড লিগে নামবেন নীরজ চোপড়া। জোড়া রুপো জয়ের পর সেখানে নীরজের সোনা জয়ের স্বপ্ন পূরণ হয় কিনা সেদিকেই নজর দেশবাসীর। লক্ষ্যপূরণে অবিচল নীরজও।
বাংলা খবর/ছবি/খেলা/
Neeraj Chopra: এবারও হল না সোনা জয়! লুসানেও রুপোতেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল