TRENDING:

Neeraj Chopra : 'পূর্ণ হল শৈশবের স্বপ্ন'! মা-বাবার সঙ্গে বিমানে চড়েই কেন নীরজ চোপড়ার 'আবেগঘন পোস্ট'?

Last Updated:
Neeraj Chopra : শনিবার মা এবং বাবার সঙ্গেই বিমানে ভ্রমণ করলেন নীরজ। আর তারই সঙ্গে তাঁর বড় স্বপ্ন সত্যি হল। নীরজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনটাই শেয়ার করেছেন।
advertisement
1/8
PICS পূর্ণ হল শৈশবের স্বপ্ন! মা-বাবার সঙ্গে বিমানে চড়ে কেন নীরজের আবেগঘন পোস্ট?
বোধহয় প্রত্যেক সন্তানেরই ইচ্ছে হয় যে সে তার বাবা -মায়ের ঝুলি খুশিতে ভরিয়ে তুলুক। টোকিও অলিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্ত নীরজ চোপড়া এবার সেটি নিজেও করতে সফল হয়েছেন। জ্যাভলিন থ্রোয়ার চোপড়া তার বাবা -মাকে প্রথমবারের মতো আকাশ পথে ওড়ার সুযোগ করে  দিয়েছেন। প্লেনে ওঠার পর পরই তাই আবেগপ্রবণ হয়ে পড়েন নীরজ। বাবা-মায়ের সাথে নিজের ছবি শেয়ার করে একটি হৃদয় ইমোজি পোস্ট করেন এই তরুণ সেলিব্রিটি। (ছবি : নীরজ চোপড়া ট্যুইটার)
advertisement
2/8
advertisement
3/8
advertisement
4/8
advertisement
5/8
Neeraj Chopra Olympic gold medalist signs first brand endorsement with Tata AIA Life
advertisement
6/8
advertisement
7/8
উল্লেখ্য, 'সোনার ছেলে' নীরজ চোপড়া গেমসের সাফল্যের এক মাসের মধ্যেই এ বার পা রাখতে চলেছেন 'সিটি অফ জয়' কলকাতায়।গেমসে পদক জয়ের মাত্র কয়েক দিন পরেই কলকাতাতে পা রেখেছিলেন বক্সার লভলিনা বড়গোহাঁই। তাঁর মায়ের চিকিৎসা করাতে তিনি এসেছিলেন কলকাতাতে।
advertisement
8/8
এ বার টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ আসছেন মহানগরে। ১৫ সেপ্টেম্বর কলকাতাতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন নীরজ। যে মানুষটির হাত ধরে কলকাতাতে এসেছিলেন কিংবদন্তি পেলে, মারাদোনা, ভালদেরামা সেই শতদ্রু দত্ত আয়োজিত ‘তাহাদের কথা’ নামক একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন নীরজ। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন বিখ্যাত ইউটিউবার প্রিয়ম ঘোষ।
বাংলা খবর/ছবি/খেলা/
Neeraj Chopra : 'পূর্ণ হল শৈশবের স্বপ্ন'! মা-বাবার সঙ্গে বিমানে চড়েই কেন নীরজ চোপড়ার 'আবেগঘন পোস্ট'?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল