TRENDING:

Neeraj and Nadeem: নীরজের জন্য কোটি কোটি টাকা খরচ ভারতের, সোনা জয়ী নাদিমকে অলিম্পিক্সে পাঠাতে গোটা গ্রাম টাকা জোগাড় করেছে!

Last Updated:
Neeraj and Nadeem: বন্ধু নদিম যাতে পছন্দের জ্যাভলিন নিয়ে অলিম্পিক্সে যেতে পারেন তার জন্যে নীরজ চোপড়া এই কাজ করেছিলেন...
advertisement
1/9
নীরজের জন্য কোটি টাকা খরচ,সোনা জয়ী নাদিমকে অলিম্পিক্সে পাঠাতে গোটা গ্রাম পাশে
৯২.৯৭ মিটার - এই থ্রোতে সোনা - সোনা জিতে দেশকে উপহার দিলেন আরশাদ নদিম৷ তাঁর এই সোনা শুধু একটা অলিম্পিক্স সোনার আরও একটা মেডেল নয়৷ তাঁর এই মেডেল একটা লড়াইয়ের সিলমোহর৷ এদিন তাঁর জয়ে অলিম্পিক্সের জ্যাভলিন থ্রোয়ের ইতিহাসে নতুন রেকর্ড৷ হারালেন নিজের চির প্রতিদ্বন্দ্বী ভারতের নীরজ চোপড়াকে৷ Photo- AP
advertisement
2/9
গতবারের সোনা জয়ী নীরজ চোপড়া এবার পাঁচটি জ্যাভলিন থ্রোয়ের মধ্যে চারটি ফলস থ্রো করেন৷ অন্যদিকে একটি থ্রো ৮৯.৯৪ মিটার করার সুবাদেই আর বড় অঘটন হতে দেননি তিনি৷ রুপো জিতে ভারতের সর্বকালীন সেরা অ্যাথলিটদের মধ্যে নাম লিখিয়ে নিলেন নীরজ চোপড়া৷ Photo- AP
advertisement
3/9
নাদিমের এদিনের জয়ের ইতিহাস তাঁর দেশের সার্বিক সাহায্যের ফসল নয়৷  কোনও প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়া, তাঁর অভাব সত্ত্বেও তিনি পাকিস্তানকে এনে দিলেন অলিম্পিক্সের মঞ্চ থেকে সোনা৷ Photo- AP
advertisement
4/9
নাদিমের গোটা গ্রাম তাঁর লড়াইতে তাঁর পাশে দাঁড়িয়েছে৷ তাঁর বাবা মহম্মদ আশরাফের জানিয়েছেন কীভাবে জ্যাভলিন কেনার টাকাও ছিল না নাদিমের৷ গোটা গ্রামের লোক আশরাফ নদিম যাতে নিজের পছন্দের জ্যাভলিন কিনতে পারে তার জন্য  টাকা জমায়৷ Photo- AP
advertisement
5/9
তাঁর বাবা মহম্মদ আশরফ জানিয়েছেন,  “মানুষ জানে না আরশাদ কীভাবে আজ এই জায়গায় এসেছে। কীভাবে তাঁর সহকর্মী গ্রামবাসী এবং আত্মীয়রা টাকা দিয়েছেন, যাতে তিনি তার প্রথম দিনগুলিতে তাঁর প্রশিক্ষণ এবং কম্পিটিশনের জন্য অন্য শহরে যেতে পারেন৷’’ Photo- AP
advertisement
6/9
বৃহস্পতিবার ২৭ বছর বয়সী নাদিম প্যারিস অলিম্পিক্সে  পাকিস্তানের প্রথম স্বর্ণপদক অর্জন করেন। ১৯৬০ সালের রোম অলিম্পিক্সে কুস্তিতে একটি এবং সিওলে ১৯৮৮ সালে বক্সিংয়ে একটি পদক ছিল৷ আর তারপর এটি ছিল পাকিস্তানের তৃতীয় পদক। Photo- AP
advertisement
7/9
এই বছরের শুরুর দিকে আর্থিক অসঙ্গতির কারণে নাদিম যখন প্রশিক্ষণের জন্য একটি নতুন জ্যাভলিনের জন্য আবেদন করেছিলেন৷  তখন ভারতের নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় তাঁর কারণকে সমর্থন করেছিলেন৷ ফলে পারফরম্যান্সের লড়াইতে একে অপরকে টেক্কার কঠিন লড়াই থাকলেও তাঁদের সম্পর্ক ভীষণই ভাল৷ Photo- AP
advertisement
8/9
কনুই, হাঁটু এবং পিঠের সমস্যা সহ একাধিক চ্যালেঞ্জগুলি তিনি মোকাবিলা করেছেন তা সত্ত্বেও নাদিমের কেরিয়ার উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। গত বছর হাঁটুর অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল। Photo- AP
advertisement
9/9
অন্যান্য দেশের ক্রীড়াবিদদের জন্য উপলব্ধ সেরা সুযোগ-সুবিধা এবং সরঞ্জামের অভাব রয়েছে আরশাদ নাদিমের৷  যেহেতু পাকিস্তানে ক্রিকেট সবচেয়ে বেশি সাফল্য আনে তাই অ্যাথলেটিক্সের দিকে সেরকমভাবে কারো নজর থাকত না৷ পাশাপাশি এখন নিজের পারফরম্যান্স দিয়ে নাদিমকে সকলের মনে জায়গা নিতে সাহায্য করেছে৷ Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
Neeraj and Nadeem: নীরজের জন্য কোটি কোটি টাকা খরচ ভারতের, সোনা জয়ী নাদিমকে অলিম্পিক্সে পাঠাতে গোটা গ্রাম টাকা জোগাড় করেছে!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল