Neena Gupta: বিয়ের আগে গর্ভবতী, ভিভকে জানান, 'মা হচ্ছি'! সমকামী পুরুষকে বিয়ের পরামর্শ পান নীনা গুপ্তা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
নিজের আত্মজীবনিতে নীনা গুপ্তা বহু অজানা তথ্য লিখেছেন। তিনি লিখেছেন "ভিভিয়ান এবং আমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং আমি গর্ভবতী হয়েছিলাম। আমি যখন জানতে পারি তখন সে ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছিল৷"
advertisement
1/6

সিনেমার পর্দায় তাঁর কেরিয়ার শুরু আটের দশকে। যদিও সেই সময় মূলত ছবিতেই অভিনয় করতেন নীনা গুপ্ত। ধীরে ধীরে শুরু হল টেলিভিশন চ্যানেলের পথ চলা। দূরদর্শন থেকে বেসরকারি চ্যানেলে সিরিয়ালের রমরমা। সেই সময়ের জনপ্রিয় মুখ তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই ছিল প্রচারের আলোয়। কারণ একটাই, ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম! বিয়ের আগে মা হন তিনি!
advertisement
2/6
নিজের আত্মজীবনিতে নীনা গুপ্তা বহু অজানা তথ্য লিখেছেন। তিনি লিখেছেন "ভিভিয়ান এবং আমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং আমি গর্ভবতী হয়েছিলাম। আমি যখন জানতে পারি তখন সে ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছিল৷" তিনি আরও বলেন, “কিছু লোক আমাকে অ্যাবোরশান করার পরামর্শ দিয়েছিল। অন্যরা সিঙ্গল পেরেন্ট হওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করেছিল। আমি ধৈর্য ধরে সবার কথা শুনেছিলাম। তাঁরা সবাই খুব চিন্তিত ছিল, আমি জানি। তবে আমার মন অন্য কিছু ভাবছিল।’’
advertisement
3/6
নীনা বলেন, মা হওয়ার খবর শুনে যে খুব আনন্দ পেয়েছিলাম তা নয়। টেনশনে ছিলাম। তবে একটা খুশির ব্যাপার মনে মনে চলছিল। কারণ ভিভকে ভালবাসতাম। ওকে জানালাম, মা হতে চলেছি। জানালাম, তুমি না চাইলেও আমি মা হতে চাই। সবটা একাই সামলে নেব। ভিভ বললে, তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাতেই আমার সম্মতি থাকবে।
advertisement
4/6
নীনা আত্মজীবনীতে লিখলেন, ভিভ কেমন প্রতিক্রিয়া জানাবে, তা সম্পর্কে নিশ্চিত ছিলাম না। তবে ওর কথা শুনে মনে হয়েছিল খুশিই হয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলাম, এই সন্তানের জন্ম আমি দিতে চাই। তোমার কী কোনও সমস্যা আছে! ভিভ বলেছিল, তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার কাছে ঠিক। তার পর কিছুটা সাহস পেয়েছিলাম।
advertisement
5/6
নীনা তাঁর বায়োগ্রাফি ‘সচ কহু তো’-তে লিখেছেন, বিয়ের আগে যখন গর্ভবতী হলাম, তখন নানা বুদ্ধি, পরামর্শ দিয়েছিলেন অনেকে। আজ হাসি পায় সেসব পরামর্শগুলোর কথা শুনে। এক কাছের বান্ধবী বলেছিলেন, সম্মান রক্ষা করার জন্য একজন সমকামী পুরুষকে বিয়ে নিই যেন!
advertisement
6/6
নীনা গুপ্তা আরও লেখেন, সেই বান্ধবী আমার জন্য সমকামী পুরুষ খুঁজতেও শুরু করেছিল। আমি সেটা করলে নাকি সম্মান থাকবে, সারা দুনিয়ার সামনে ছোট হতে হবে না! আমি এই কথাটা মাসাবাকে জানাই একটা সময়, তখন ও অনেকটা বড়। মাসাবা শুনে প্রচণ্ড হেসেছিল।