Preity Zinta: 'আমার পাশে এসে বসো...' প্রীতিকে একী বললেন পন্টিং? তারপর যা ঘটল...
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Preity Zinta: এক পডকাস্টে দলের সহ-মালিক প্রীতি জিন্টা তাকে জিজ্ঞেস করেন কীভাবে তিনি এতটা আগ্রাসী স্বভাবের হয়েও শান্ত ও ঠান্ডা থাকতে পারেন। উত্তরে পন্টিং যা বললেন।
advertisement
1/6

এবার আইপিএলে পঞ্জাব কিংসের রানার্স হওয়ার পিছনে অধিনায়ক শ্রেয়স আইয়ারের পাশাপাশি বাহবা দিতেই হবে কোচ রিকি পন্টিংয়ের। শ্রেয়স-পন্টিং মেলবন্ধনেই ১১ বছর পর আইপিএল ফাইনালে পৌছায় পঞ্জাব।
advertisement
2/6
পাঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিং সম্প্রতি তার কোচিংয়ের ধরন নিয়ে মুখ খুলেছেন। অনেকের ধারণা, তিনি ডাগআউটে খুব শান্ত ও সংযত থাকেন। তবে পন্টিং নিজেই সেই ভুল ধারণা ভেঙে দিয়েছেন।
advertisement
3/6
এক পডকাস্টে দলের সহ-মালিক প্রীতি জিন্টা তাকে জিজ্ঞেস করেন কীভাবে তিনি এতটা আগ্রাসী স্বভাবের হয়েও শান্ত ও ঠান্ডা থাকতে পারেন। উত্তরে পন্টিং জানান, ক্রিকেটের সময় তিনি একেবারেই শান্ত থাকেন না।
advertisement
4/6
প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘তোমার আমার পাশে এসে ডাগআউটে বসা উচিত, কারণ তখন তুমি দেখতে পাবে আমি কতটা শান্ত বা অশান্ত। আমি স্বভাবগতভাবে আগ্রাসী, বিশেষ করে যখন ক্রিকেটের সময় আসে।’
advertisement
5/6
এছাড়াও পন্টিং বলেন, “ক্রিকেট টাইমে আমি এক মুহূর্তও নষ্ট করি না। আমার লক্ষ্য থাকে প্রতিটি খেলোয়াড়কে তার সেরাটা দিতে সাহায্য করা। আমি স্বভাবগতভাবে আগ্রাসী এবং সেটাই আমার শক্তি।”
advertisement
6/6
পন্টিং শুধু কোচ হিসেবেই নয়, দলের নিলাম কৌশল ও খেলোয়াড় ব্যবস্থাপনায়ও অনন্য ছিলেন। আগামী বছর এই সফল জুটিকে নিয়ে আরও বড় কিছু আশা করছে পাঞ্জাব কিংস।