Hardik Pandya: কবে মাঠে ফিরবেন হার্দিক পান্ডিয়া? জানা গেল সময়! বিশেষ প্ল্যান তৈরি করে এগোচ্ছে এনসিএ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Hardik Pandya Injury Update: হার্দিক পান্ডিয়া কবে চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবেন তা নিয়ে একটা কৌতুহল রয়ে গিয়েছে সকলের মধ্যেই। তারকা অলরাউন্ডারের জন্য বিশেষ প্ল্যান আনল বিসিসিআই।
advertisement
1/7

ওডিআই বিশ্বকাপ চলাকালীন চোট বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তারপর থেকে আর ক্রিকেট ফেরা হয়নি তারকা অলরাউন্ডারের। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন হার্দিক।
advertisement
2/7
এক বিশ্বকাপে চোট পেলেও আগামি বছর জুন মাসে রয়েছে আরেক বিশ্বকাপ। ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের পর এখন টি-২০ বিশ্বকাপকেই পাখির চোখ করে এগোচ্ছে বিসিসিআই। আর টি-২০ ফর্ম্যাটে ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন হার্দি পান্ডিয়া
advertisement
3/7
ফলে হার্দিক পান্ডিয়া কবে চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবেন তা নিয়ে একটা কৌতুহল রয়ে গিয়েছে সকলের মধ্যেই। আফগানিস্তানের বিরুদ্ধে নতুন বছরেও টি-২০ সিরিজে পাওয়া যাবে না হার্দিককে।
advertisement
4/7
তবে সময় লাগলেও হার্দিককে নিয়ে কোনও তাড়াহুডো় করতে বিসিসিআই রাজি নয় বলেই সূত্রের খবর। দীর্ঘমেয়দী পরিকল্পনা করে সম্পূর্ণ ফিট হার্দিককে মাঠে ফেরাতেই এবার বিশেষ এক উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
5/7
বিসিসিআই সূত্রে খবর, হার্দিক পান্ডিয়ার জন্য একটি ১৮ সপ্তাহের বিশেষ পারফরম্যান্স প্রোগ্রাম তৈরি করা হয়েছে। যেটা হার্দিক পান্ডিয়া এখন অনুসরণ করছেন। মার্চ পর্যন্ত প্রতিটি দিনের রুটিন একটি লক্ষ্য ঠিক করে তৈরি করা হয়েছে।
advertisement
6/7
এই বিশেষ প্রোগ্রামের মাধ্যমে মনিটর করা হবে হার্দিকের শরীরের প্রতিক্রিয়াগুলি। কার্ডিও, স্ট্রেন্থ ট্রেনিং, ফাংশনাল ট্রেনিং, বিশ্রাম এবং রিকভারি- সবকিছুই রুটিন অনুযায়ী তৈরি করা হয়েছে। অনেকটা একইরকম প্রোগ্রামের মধ্য দিয়ে সুস্থ হয়েছিলেন জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার।
advertisement
7/7
হার্দিক চোটপ্রবণ খেলোয়ার। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে পুরোপুরি হার্দিককে সুস্থ করারর পথে এগোচ্ছে এনএসিএ। হার্দিকের যোগ্যতা নিয়ে কোনও সংশয় না থাকায় আইপিএলের আগে তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা চলছে। যাতে আইপিএল খেলে ছন্দ ফিরে পেয়ে টি-২০ বিশ্বকাপে খেলতে পারেন।