Wrestler Nisha Dahiya Shot Dead Fake News: জাতীয় স্তরে সোনাজয়ী কুস্তিগীরকে গুলি করে খুনের মিথ্যে খবর ছড়াল
- Published by:Suman Majumder
Last Updated:
Wrestler Nisha Dahiya Shot Dead: নিশার মা-ও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে মিথ্যে খবর ছড়াল।
advertisement
1/5

জাতীয় স্তরে সোনাজয়ী কুস্তিগীর তিনি। সেই তাঁকেই কি না এভাবে প্রাণ হারাতে হল! হরিয়ানার সোনিপতে গুলি করে খুন করা হল নিশা দাহানিকে। গুলিতে ঝাঁঝরা তাঁর ভাইও।
advertisement
2/5
গত শুক্রবার অনূর্ধ্ব-২৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন নিশা। সার্বিয়া থেকে পদক জিতে দেশে ফিরেই প্রাণ হারাতে হল তাঁকে। কে বা কারা তাঁকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করল তা এখনও জানা যায়নি।
advertisement
3/5
নিশা ও তাঁর ভাই সুরজের সঙ্গে এদিন তাঁদের মা ছিলেন। আততায়ীর আক্রমণে তিনিও গুরুতর আহত। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিশা ও তাঁর ভাইয়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
4/5
শুক্রবারই আন্তর্জাতিক পর্যায়ে পদক জয়ের জন্য নিশা ও তাঁর সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
5/5
সোনিপতে সুশীল কুমার অ্যাকাডেমিতে ট্রেনিং করতেন নিশা। এদিনও অ্যাকাডেমির কাছেই তাঁকে আততায়ীরা গুলি করে বলে খবর।