পান্ডিয়ার বাড়ি ছেড়ে চলে গেলেন নাতাশা! ডিভোর্স পাকা! বিয়ে ভাঙা স্রেফ সময়ের অপেক্ষা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Nataša Stanković: ইনস্টাগ্রামে নাতাশা যে পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে, তিনি আপাতত সার্বিয়ায় নিজের বাড়িতে ফিরে গিয়েছেন। আর সেখান থেকেই ছবি পোস্ট করেছেন তিনি।
advertisement
1/7

তা হলে শেষমেশ বিবাহ বিচ্ছেদ হচ্ছেই হার্দিক পান্ডিয়ার। আপাতত পান্ডিয়ার বাড়ি ছেড়ে সার্বিয়ায় চলে গিয়েছেন তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ।
advertisement
2/7
ইনস্টাগ্রামে নাতাশা যে পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে, তিনি আপাতত সার্বিয়ায় নিজের বাড়িতে ফিরে গিয়েছেন। আর সেখান থেকেই ছবি পোস্ট করেছেন তিনি।
advertisement
3/7
Bombay Times-এর প্রতিবেদনে জানা গিয়েছিল, হার্দিক ও নাতাশার দাম্পত্যে সমস্যা হচ্ছে গত ৬ মাস ধরে। অনেকেই ভেবেছিলেন, আইপিএলে হার্দিকের ব্যর্থতা থেকে মানুষের মুখ ফেরাতে নাতাশা এমনটা করেছিলেন। তবে আদতে ব্যাপারটা তা নয়।
advertisement
4/7
নাতাশা স্ট্যানকোভিচ ও হার্দিককে একসঙ্গে দেখা যায় না বহুদিন। তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর প্রায় পাকা বলেই এখন জানা যাচ্ছে।
advertisement
5/7
জানা গিয়েছে, নাতাশা তাঁর সোস্যাল মিডিয়া পেজে পান্ডিয়া পদবীও সরিয়ে দিয়েছেন। ধুমধাম করে বিয়ে করেছিলেন পান্ডিয়া ও নাতাশা। এমনকী বিয়ের আগেই সন্তানের বাবা-মা হয়েছিলেন তাঁরা।
advertisement
6/7
সম্প্রতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হার্দিক পান্ডিয়াকে দেখা গিয়েছিল একাই। তাঁর সঙ্গে নাতাশা ছিলেন না। বিয়েতে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে নাচতেও দেখা যায় হার্দিককে।
advertisement
7/7
নাতাশা এবং হার্দিকের দাম্পত্য জীবন ৪ বছরের। ২০২০ সালের ৩১ মে গাঁটছড়া বেঁধেছিলেন এই তারকা জুটি। এর আড়াই বছর পরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে সম্প্রতি নাতাশা নিজের নামের পাশ থেকে ‘পান্ডিয়া’ পদবী সরিয়ে দেওয়ার পর থেকেই বি-টাউন জুড়ে শুরু হয় জল্পনা।