Hardik Pandya: আদুরে নামে বরকে ডাকেন পান্ডিয়ার সুন্দরী স্ত্রী! জানেন, কী সেই নাম?
- Published by:Suman Majumder
Last Updated:
Natasa Stankovic: ভালবেসে বরকে কী নামে ডাকেন পান্ডিয়ার সুন্দরী স্ত্রী নাতাশা!
advertisement
1/5

প্রথমবার ক্যাপ্টেন। আর প্রথমবারেই বাজিমাত। ভারতীয় ক্রিকেটে এখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে দিন-রাত চর্চা চলছে।
advertisement
2/5
গুজরাট টাইটান্সকে প্রথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ক্যাপ্টেন পান্ডিয়া। ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষে ছিল গুজরাট।
advertisement
3/5
পান্ডিয়ার জন্য গর্বিত তাঁর স্ত্রী। আর খুশির আবহে তিনি জানিয়ে দিলেন, বরকে কোন ডাকনামে তিনি ডাকেন!
advertisement
4/5
গুজরাট আইপিএল খেতাব জেতার পর নাতাশা স্ট্যানকোভিচ লিখেছেন, আমার কুংফু পান্ডিয়াকে কেউ হালকাভাবে নিও না। বরকে ভালবেসে কুংফু পান্ডা বলে ডাকেন তিনি।
advertisement
5/5
গোটা আইপিএলে পাশে থেকে পান্ডিয়াকে সমর্থন করেছেন নাতাশা। এমনকী ছোট্ট ছেলে অগস্ত্যও ছিল বাবার পাশে।