২০ মিনিটের বৃষ্টি, জল শুকোতে আড়াই ঘণ্টা! ৮০০ কোটির স্টেডিয়ামের থেকে এগিয়ে ইডেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl Final 2023: ৮০০ কোটি টাকার নরেন্দ্র মোদি স্টেডিয়াম তা হলে অনেক পিছিয়ে ইডেনের থেকে!
advertisement
1/5

৮০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা সেখানে রয়েছে বলে দাবি করা হয়েছিল। সেই মাঠে কি না কুড়ি মিনিট বৃষ্টির পর জল শুকোতে লেগে গেলে আড়াই ঘণ্টা!
advertisement
2/5
রবিবার বৃষ্টির জন্য আইপিএল ফাইনাল ভেস্তে যা। সোমবার রিজার্ভ ডে-তে আবার বৃষ্টি। তবে আহমেদাবাদের স্টেডিয়াম যে এখনও ইডেনের থেকে পিছিয়ে, তা প্রমাণ করে দিল বৃষ্টি।
advertisement
3/5
সোমবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বৃষ্টি থেমে যায়। তার পর জল শুকোতে লেগে গেল প্রায় আড়াই ঘণ্টা। মাঠের একটি পিচে জল জমে ছিল।
advertisement
4/5
যে পিচে জল জমে ছিল, সেটি মেইন পিচের পাশেই। ফলে সেখান দিয়ে কোনও ক্রিকেটার ছুটতে গেলে পড়ে গিয়ে চোট পেতে পারতেন। তাই সেই পিছ সম্পূর্ণ শুকিয়ে তবে খেলা শুরু হয়। তাতেই লেগে যায় এতটা সময়। ম্যাচ শুরু হয় রাত ১২টা বেজে ১০ মিনিটে।
advertisement
5/5
বৃষ্টি হলেই ইডেনের পুরো মাঠ ঢেকে ফেলা হয়। তাতে বৃষ্টি থামলে ম্যাচ শুরু করতে বেশি সময় লাগে না। ব্যবহার করা হয় সুপার সপার। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম ভারত ম্যাচের সময় বৃষ্টি হয়। তবে বৃষ্টির পর ম্যাচ শুরু করতে তেমন অসুবিধা হয়নি।