Mumbai Indians WPL Champion: ইতিহাস তৈরি করল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল, রইল সেলিব্রেশনের সেরা ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mumbai Indians WPL Champion: উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে লো স্কোরিং হাড্ডাহাড্ডি ম্যাচ দেখল ক্রিকেট প্রেমিরা। দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে প্রথম ডব্লুউপিএল চ্যাম্পিয়ন হল হরমনপ্রীত কউরের দল।
advertisement
1/8

প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে নতুন তৈরি করল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল। মেগা ফাইনালে দিল্লিেকে ৭ উইকেটে হারাল হরমনপ্রীত কউরের দল।
advertisement
2/8
ফাইনালে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে মুম্বই ইন্ডিয়ান্স। টস হারলেও দুরন্ত বোলিং করে দিল্লির টপ অর্ডারে ধস নামিয়ে দেয় ইজি ওঙ্গ, হেইলি ম্যাথিউজ, অ্যামেলিয়া কেররা।
advertisement
3/8
৭৯ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল দিল্লির ইনিংস। শেষ উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ করে দিল্লির মান বাঁচান রাধা ও শিখা। ১৩১ রানে পৌছায় দিল্লি।
advertisement
4/8
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ২৩ রানের মধ্যে দুই ওপেনার হেইলি ম্যাথিউজ ও যস্তিকা ভাটিয়া আউট হয়ে যান।
advertisement
5/8
সেখান থেকে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে ন্যাট স্কিভার ব্রান্ট ও হরমনপ্রীত কউর। ৭২ রানের পার্টনারশিপ করে দলের জয়ের ভিত রচনা করে দেন দুই তারকা।
advertisement
6/8
শেষের দিকে ন্যাট স্কিভার ও অ্যামেলিয়া কের দলকে জয় এনে দেন। হরমনপ্রীত কউর করেন ৩৭ রান। ৬০ রান ও ১৪ রানে অপরাজিত থাকেন ন্যাট স্কিভার ও অ্যামেলিয়া কের।
advertisement
7/8
প্রথম অধিনায়ক হিসেবে প্রথম ডব্লুউপিএল জিতে ইতিহাসের পাতায় নাম তুললেন হরমনপ্রীত কউর। ফাইনাল জয়ের পর উৎসবে মাতে গোটা দল।
advertisement
8/8
ট্রফি নিয়ে তা দলের জুনিয়র ক্রিকেটারদের হাতে তুলে দেন হরমনপ্রীত কউর। গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন কর্ণধার নীতা আম্বানি।