টিটিই-র চাকরির সময় কত টাকা মাইনে পেতেন ধোনি? জানলে অবাক হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ms dhoni salary: খড়গপুরে টিটিই হিসেবে চাকরি করতেন ধোনি। তখন তাঁর যা মাইনে ছিল, শুনলে হা হয়ে যাবেন।
advertisement
1/6

অনেকেই বলছেন, এটাই ধোনির শেষ আইপিএল! ২০২০ সালের ১৫ অগাস্ট ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার আইপিএল থেকেও হয়তো তিনি অবসর নেবেন।
advertisement
2/6
অনেকেই জানেন, একটা সময় ধোনি খড়গপুরে টিটিই হিসেবে চাকরি করেছেন। সেই সময় ধোনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলেন, সেটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
3/6
যদিও সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের সত্যতা আমরা যাচাই করিনি। ধোনি ২০০১ সালে রেলের টিটিই হিসেবে চাকরিতে জয়েন করেছিলেন।
advertisement
4/6
২০০৪ পর্যন্ত মোট তিন বছর ধোনি রেলের টিটিই হিসেবে চাকরি করেছেন। সেই সময় তাঁর মাইনে ছিল ৩০৫০ টাকা।
advertisement
5/6
ক্রিকেট ছিল তাঁর প্রথম প্রেম। ধোনির মন তাই সরকারি চাকরিতে টেকেনি। তিনি চাকরি ছেড়ে ক্রিকেটের জন্যই অজানার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন।
advertisement
6/6
সেদিন সাহস করে চাকরি ছেড়েছিলেন ধোনি। তাঁর জীবনের লড়াই ধোনির বায়োপিকে সবাই দেখেছেন।