গত ২৭শে জানুয়ারি বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামনগরের বিধায়ক অখিল গিরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ড. মোহিত মোল্লা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের উপ-অধিকর্তা তমাল দাস মহাপাত্রসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এবারের প্রতিযোগিতায় মূল আকর্ষণ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগ। অনূর্ধ্ব-১৪ বিভাগে মোট ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘ক’-তে রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, গোয়া ও ঝাড়খণ্ড। গ্রুপ ‘খ’-তে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লি ও পাঞ্জাব। অনূর্ধ্ব-১৯ বিভাগে মোট ১০টি দল অংশ নিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ যদি পাকিস্তান না খেলে কোন দেশ সুযোগ পাবে টি-২০ বিশ্বকাপে? কী বলছে আইসিসির নিয়ম
২৮শে জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হওয়া ম্যাচগুলিতে বাংলার মেয়েরা দুর্দান্ত ফর্মে রয়েছে। শেষ খবর অনুযায়ী, লিগ পর্যায়ের দুটি ম্যাচেই জয় পেয়ে বাংলা দল সুবিধাজনক অবস্থানে রয়েছে। সৈকতের বালিতে টানটান উত্তেজনার এই লড়াই দেখতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
