MS Dhoni| 'ধোনির সেরা সময় অতীত, নতুনদের জায়গা দেওয়া উচিত,' বলে দিলেন প্রাক্তন নির্বাচক
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ধোনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল৷ আইপিএল-এ খেলার কথা ছিল৷ কিন্তু আইপিএল পিছিয়ে যাওয়ায় তা হচ্ছে না৷
advertisement
1/6

মহেন্দ্র সিং ধোনির কি এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে একেবারেই অবসর নেওয়া উচিত? এই প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট বিশ্বে৷ কেউ এর পক্ষে, কেউ বিপক্ষে৷ তবে ভারতের প্রাক্তন নির্বাচক ও ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি একেবারে সোজাসোজি জানিয়ে দিলেন এমএস ধোনি নিয়ে তাঁর মত৷
advertisement
2/6
একটি ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রজার বিনি বললেন, 'শেষ কয়েকটা সিজন দেখে আমার মনে হয়েছে, ধোনির সেরা ক্রিকেট এখন অতীত৷ চরম বুদ্ধিমত্তা, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত, দুর্দান্ত ক্রিকেট, সতীর্থদের উত্সাহ দেওয়া--এই সবই ধোনির প্রতীভা৷'
advertisement
3/6
তিনি বলছেন, কিন্তু ধোনির সেই ফিটনেস আর নেই৷ নতুনরা এসে গিয়েছে৷ ওর সেরা ক্রিকেট এখন সত্যিই অতীত৷ এটাই ঠিক বিচার৷
advertisement
4/6
ধোনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল৷ আইপিএল-এ খেলার কথা ছিল৷ কিন্তু আইপিএল পিছিয়ে যাওয়ায় তা হচ্ছে না৷
advertisement
5/6
রজার বিনির বক্তব্য, ভারতের সবচেয়ে সফল অধিনায়কের থেকে কিছুই কেড়ে নেওয়ার নেই৷ ধোনি সব সিনিয়রদেরই সম্মান করেন৷
advertisement
6/6
বিনির কথায়, 'ধোনির যে জিনিসটা আমার সবচেয়ে ভাল লাগে, তা হল, সিনিয়র ক্রিকেটারদের প্রতি ওর শ্রদ্ধা ও সম্মান৷ ও খুবই মাটির কাছাকাছি থাকা একজন মানুষ৷ ও আপনার সঙ্গে আলোচনা করবে, আপনার কথাও মন দিয়ে শুনবে৷'