Mahendra Singh Dhoni: বড়সড় সত্যের পর্দাফাঁস! বন্ধুদের সঙ্গে থাকলে ধোনি এই বিশেষ কাজটি করেন সব সময়েই
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Mahendra Singh Dhoni: ধোনির কোটি কোটি ভক্ত আছে, কিন্তু অনেকেই জানেন না এমএস ধোনির এই স্বভাবের কথা
advertisement
1/8

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (The Former Indian Cricket Team's Captain Mahendra Singh Dhoni) ফের একবার দেখতে পাওয়া যাবে ভারতীয় দলের ড্রেসিংরুমে ৷ তবে এবার অধিনায়ক বা খেলোয়াড় হিসাবে নয় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
টি২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের সঙ্গে থাকবেন তিনি ৷ আগামী ১৭ অক্টোবর ২০২১ (October 17, 2021) থেকে ১৪ নভেম্বর ২০২১ (November 14, 2021) পর্যন্ত যে T20 World Cup চলবে তাতে দলের মেন্টর হিসাবে (Indian Team Mentor) তাঁকে নির্বাচিত করা হয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
তবে ধোনির (MS Dhoni) এই নির্বাচনকে নিয়ে বিতর্কও শুরু হয়েছে ৷ কেননা আইপিএলে (IPL) ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক (Chennai Super Kings Captain Mahendra Singh Dhoni) একই সঙ্গে তিনি যদি বিসিসিআইয়ের (BCCI) কোনও পদের সঙ্গে সংযুক্ত হন সেক্ষেত্রে স্বার্থের সংঘাত দেখা দেবে ৷ এই মর্মেই তর্ক ও বিতর্ক বাসা বেঁধেছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
১৫ অগাস্ট ২০২০ (August 15, 2020), সমস্ত রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন একদা ক্যাপ্টেন কুল (Captain Cool) ৷ তাই বিগত বেশ কিছুদিন ধরেই সবার চর্চায় তিনি ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
advertisement
5/8
ধোনির (Dhoni) বিষয়ে সবাই জানেন, তবে অনেক কম মানুষেরাই জানেন যে বন্ধুদের সঙ্গে তিনি ডিনারে (Dhoni Dinner with Friends) যান তখন ফোন নেননা ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
advertisement
6/8
ধোনিরই (MS Dhoni) এক বন্ধু জানিয়েছেন যখন ধোনি তাঁদের সঙ্গে ডিনারে যান ফোন হোটেলেই থাকে প্রায় দু'আড়াই ঘণ্টা সঙ্গে ফোন থাকেনা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
ধোনি হাতে সময় নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলেন ও তাঁদের কথা শোনেনও ৷ ধোনি মানেন কোনও কাজ এতটাও জরুরি নয় যে সেই সময়ে ফোন কাছে রাখতে হবে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
আইপিএল (IPL) চলার সময় ধোনি হোটেলের হাউজ কিপিং স্টাফদেরও টিকিট দেন ৷ এমনটাই সূত্র মারফত জানতে পারা গিয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷