MS Dhoni: ধোনির উপর আস্থা হারাল সিএসকে! নতুন উইকেটকিপার দলে নিয়ে নিল চেন্নাই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: এবার কী ধোনির উপর আস্থা হারাচ্ছে সিএসকে কর্তৃপক্ষ। কারণ মরশুমের শেষ লগ্ন এসে তরুণ উইকেটকিপার-ব্যাটারকে সই করাল চেন্নাই।
advertisement
1/6

এই প্রথমবার আইপিএলে সিএসকের সঙ্গে ঘটেছে এমন ঘটনা যা এর আগে কখনও ঘটেনি। এই প্রথমবার পরপরপ দুবার আইপিএলের প্লেঅফে জায়গা পাকা করতে পারল না পাঁচবারের চ্যাম্পিয়নরা।
advertisement
2/6
মরশুমের শুরুতে রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক ছিলেন। চোট পাওয়ায় ছিটকে যান তিনি। ফের ধোনি অধিনায়ক হলেও দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে পারেননি তিনি। ধোনির নিজের পারফরম্যান্সও একেবারে তলানিতে।
advertisement
3/6
এবার অধিনায়ক হিসেবে ব্যর্থতা, উইকেটের পিছনেও খুব একটা আহামরি নন, ব্যাটিংয়ে পারফর্ম করতে পারছেন না, পাওয়া যাচ্ছে না সেই ফিনিশার ধোনিকে। এবার কী ধোনির উপর আস্থা হারাচ্ছে সিএসকে কর্তৃপক্ষ।
advertisement
4/6
কারণ মরশুমের শেষ লগ্ন এসে তরুণ উইকেটকিপার-ব্যাটারকে সই করাল চেন্নাই। গুজরাতের উর্ভিল প্যাটেলকে সই করিয়েছে সিএসকে। ২৮ বলে টি-২০ সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তার। যা ভারতীয়দের মধ্যে সবথেকে দ্রুত। ভেঙেছেন গেইলের রেকর্ড। টি-২০ ক্রিকেটে ৩৬ বলেও সেঞ্চুরি করেছেন তিনি।
advertisement
5/6
ত্রিপুরার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেন উর্ভিল। মাত্র ১ বলের জন্য টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড হাতছাড়া হয় তাঁর। টি-২০ ক্রিকেটে সব থেকে কম ২৭ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে। তবে পন্থের রেকর্ড ভেঙে ভারতীয়দের মধ্যে দ্রুততম তিনি।
advertisement
6/6
তবে ধোনির উপর আস্থা হারানোর জন্য নয়,উইকেট কিপার বংশ বেদী চোট পেয়ে ছিটকে যাওয়ার কারণেই উর্ভিল প্যাটেলকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএসকে কর্তৃপক্ষ। ধোনির উপর তাদের আস্থা এখনও অটুট।