Captain Cool: 'ক্যাপ্টেন কুল', এই শব্দটা সারা দেশে আর কেউ ব্যবহার করতে পারবে না! ধোনি করলেন 'ব্যবস্থা'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Captain Cool Trademark- তাঁকে ভালবেসে ভক্তরা ডাকে ক্যাপ্টেন কুল। সেই নাম তা হলে খুবই পছন্দের ধোনির! এবার সেই নামের ট্রেডমার্ক চেয়ে আবেদন করলেন এমএস ধোনি। যদি কেউ চ্যালেঞ্জ না করে তা হলে পেয়েও যাবেন তিনি।
advertisement
1/5

তাঁকে ভালবেসে ভক্তরা ডাকে ক্যাপ্টেন কুল। সেই নাম তা হলে খুবই পছন্দের ধোনির! এবার সেই নামের ট্রেডমার্ক চেয়ে আবেদন করলেন এমএস ধোনি। যদি কেউ চ্যালেঞ্জ না করে তা হলে পেয়েও যাবেন তিনি।
advertisement
2/5
ট্রেনিং, কোচিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য 'ক্যাপ্টেন কুল' ট্রেডমার্ক ব্যবহার করতে চেয়ে আবেদন করেন ধোনি। ট্রেডমার্কস রেজিস্ট্রি পোর্টালে সেই আবেদন গৃহীত হয়েছে। ১৬ জুন সরকারিভাবে ট্রেডমার্কস জার্নালে 'ক্যাপ্টেন কুল' ট্রেডমার্ক প্রকাশ করা হয়েছে। এবার চার মাস অপেক্ষা করতে হবে ধোনিকে।
advertisement
3/5
নিয়ম অনুযায়ী, এই চার মাসের মধ্যে 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্ক নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারেন। যদি কেউ চ্যালেঞ্জ না করেন, তা হলে 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্কের সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে যাবে ধোনির নামে। অর্থাৎ অক্টোবরেই ধোনি সুখবর পেতে পারেন।
advertisement
4/5
ধোনির আইনজীবী মানসী আগরওয়াল জানান, পুরো প্রক্রিয়া সহজ ছিল না। তিনি জানিয়েছেন, প্রথমে 'ক্যাপ্টেন কুল' ট্রেডমার্কের জন্য আবেদন করা হলে আপত্তি তোলা হয়েছিল। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে পরে সেই সমস্যা মিটে যায়।
advertisement
5/5
দেশে তো বটেই, বিদেশেও তাঁকে ভালবেসে 'ক্যাপ্টেন কুল' হিসেবে ডাকা হয়। সাধারণ মানুষের মনে কোনওরকম বিভ্রান্তি তৈরি হবে না বলেই সওয়াল করেন ধোনির আইনজীবী। ফলে তা নিয়ে সমস্যা মিটে যায়।