TRENDING:

Chess World Cup 2023: সঙ্গে থাকে স্টোভ, প্রেসার কুকার, বাড়ির রান্না করে দেন প্রজ্ঞানন্দের মা

Last Updated:
Chess World Cup 2023: বিশ্বের এক নম্বর গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ফাইনালের লড়াইকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে গেছেন৷ ফাইনালে আর প্রজ্ঞানন্দের দুদ্ধর্ষ পারফরম্যান্সকে কুর্নিশ করেছে গোটা দেশ৷ তবে এই তরুণ তুর্কির বিষয়ে এখনও অনেকটাই কম জানে মানুষ৷
advertisement
1/6
সঙ্গে থাকে স্টোভ, প্রেসার কুকার, বাড়ির রান্না করে দেন প্রজ্ঞানন্দের মা
: ১৮ বছরের তরুণ গ্র্যান্ডমাস্টার রেকর্ড গড়ার ঠিক দোরগোড়ায় এসে থমকে গেছেন চেস ওয়ার্ল্ড কাপের ফাইনালে রানার্স আপ হয়েছেন৷ বিশ্বের এক নম্বর গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ফাইনালের লড়াইকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে গেছেন৷  ফাইনালে আর প্রজ্ঞানন্দের দুদ্ধর্ষ পারফরম্যান্সকে কুর্নিশ করেছে গোটা দেশ৷ তবে এই তরুণ তুর্কির বিষয়ে এখনও অনেকটাই কম জানে মানুষ৷ - Photo Courtesy- International Chess Federation / X Account
advertisement
2/6
প্রচলিত প্রবাদ প্রতিটি সফল পুরুষের পিছনেই একজন নারীর অবদান অনস্বীকার্য৷ চিরাচরিত এই কথাকেই ফের একবার সত্যি প্রমাণ করেছেন আর প্রজ্ঞানন্দের মা নাগালক্ষ্মী৷ পরণে শাড়ি, কপালে ট্র্যাডিশানাল তিলক৷ কিন্তু তাঁর ছেলের প্রতি বিশেষ দায়বদ্ধতা ও নিরন্তর পরিশ্রম বিশেষ স্থানে নিয়ে গেছে৷ Photo Courtesy- International Chess Federation / X Account
advertisement
3/6
আর প্রজ্ঞানন্দের বাবা রমেশবাবুও অকুন্ঠ গলায় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন৷ তিনি জানিয়েছেন তাঁর মেয়ে বৈশালী ও ছেলে প্রজ্ঞানন্দ দুজনেই দাবা খেলেন৷ আর তাঁর স্ত্রী এই দাবার জন্যেই নিবেদিত প্রাণ৷ ছেলে-মেয়ের ম্যাচ থাকলে বাড়িতে টিভি পর্যন্ত অন করা হয় না৷
advertisement
4/6
আর প্রজ্ঞানন্দের বোন বৈশালীও ছোট থেকেই দাবা খেলেন৷ তাঁকে দাবা খেলতে ভর্তি করানো হয়েছিল যাতে টিভি দেখে সময় নষ্ট না করেন৷
advertisement
5/6
আর প্রজ্ঞানন্দ যখন যেখানে ট্যুরে যান সেখানেই তাঁর সঙ্গে থাকেন মা৷ নিজের ছেলেকে হাতের তালুর মতো চেনেন নাগালক্ষ্মী৷ তাঁর কথায়  দাবা খেলার সময় সম্পূর্ণ নৈশব্দ বজায় রাখতে হয় তাই ছেলে যেন কখনও একা অনুভব না করে তাই গ্যালারিতে সব সময় তাঁর উপস্থিতি৷ পাশাপাশি প্রজ্ঞানন্দ ম্যাচের কখন কী অনুভব করছেন সেটাও তিনি বুঝতে পারেন৷ - Photo Courtesy- International Chess Federation / X Account
advertisement
6/6
আর প্রজ্ঞানন্দের সাফল্যের আরও একটি বড় সিক্রেট হল তাঁর খাওয়াদাওয়া৷ বাড়ির খাবার খেতে খুবই ভালবাসেন তরুণ এই গ্র্যান্ডমাস্টার৷তাই মা যখনই যেখানে যান সেখানেই রান্নার জিনিস অর্থাৎ ইনডাকশন স্টোভ ও প্রেসার কুকার নিয়ে যান৷ সঙ্গে যায় চাল ও ঘরোয়া ভারতীয় মশলা৷
বাংলা খবর/ছবি/খেলা/
Chess World Cup 2023: সঙ্গে থাকে স্টোভ, প্রেসার কুকার, বাড়ির রান্না করে দেন প্রজ্ঞানন্দের মা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল