Chess World Cup 2023: সঙ্গে থাকে স্টোভ, প্রেসার কুকার, বাড়ির রান্না করে দেন প্রজ্ঞানন্দের মা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Chess World Cup 2023: বিশ্বের এক নম্বর গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ফাইনালের লড়াইকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে গেছেন৷ ফাইনালে আর প্রজ্ঞানন্দের দুদ্ধর্ষ পারফরম্যান্সকে কুর্নিশ করেছে গোটা দেশ৷ তবে এই তরুণ তুর্কির বিষয়ে এখনও অনেকটাই কম জানে মানুষ৷
advertisement
1/6

: ১৮ বছরের তরুণ গ্র্যান্ডমাস্টার রেকর্ড গড়ার ঠিক দোরগোড়ায় এসে থমকে গেছেন চেস ওয়ার্ল্ড কাপের ফাইনালে রানার্স আপ হয়েছেন৷ বিশ্বের এক নম্বর গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ফাইনালের লড়াইকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে গেছেন৷ ফাইনালে আর প্রজ্ঞানন্দের দুদ্ধর্ষ পারফরম্যান্সকে কুর্নিশ করেছে গোটা দেশ৷ তবে এই তরুণ তুর্কির বিষয়ে এখনও অনেকটাই কম জানে মানুষ৷ - Photo Courtesy- International Chess Federation / X Account
advertisement
2/6
প্রচলিত প্রবাদ প্রতিটি সফল পুরুষের পিছনেই একজন নারীর অবদান অনস্বীকার্য৷ চিরাচরিত এই কথাকেই ফের একবার সত্যি প্রমাণ করেছেন আর প্রজ্ঞানন্দের মা নাগালক্ষ্মী৷ পরণে শাড়ি, কপালে ট্র্যাডিশানাল তিলক৷ কিন্তু তাঁর ছেলের প্রতি বিশেষ দায়বদ্ধতা ও নিরন্তর পরিশ্রম বিশেষ স্থানে নিয়ে গেছে৷ Photo Courtesy- International Chess Federation / X Account
advertisement
3/6
আর প্রজ্ঞানন্দের বাবা রমেশবাবুও অকুন্ঠ গলায় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন৷ তিনি জানিয়েছেন তাঁর মেয়ে বৈশালী ও ছেলে প্রজ্ঞানন্দ দুজনেই দাবা খেলেন৷ আর তাঁর স্ত্রী এই দাবার জন্যেই নিবেদিত প্রাণ৷ ছেলে-মেয়ের ম্যাচ থাকলে বাড়িতে টিভি পর্যন্ত অন করা হয় না৷
advertisement
4/6
আর প্রজ্ঞানন্দের বোন বৈশালীও ছোট থেকেই দাবা খেলেন৷ তাঁকে দাবা খেলতে ভর্তি করানো হয়েছিল যাতে টিভি দেখে সময় নষ্ট না করেন৷
advertisement
5/6
আর প্রজ্ঞানন্দ যখন যেখানে ট্যুরে যান সেখানেই তাঁর সঙ্গে থাকেন মা৷ নিজের ছেলেকে হাতের তালুর মতো চেনেন নাগালক্ষ্মী৷ তাঁর কথায় দাবা খেলার সময় সম্পূর্ণ নৈশব্দ বজায় রাখতে হয় তাই ছেলে যেন কখনও একা অনুভব না করে তাই গ্যালারিতে সব সময় তাঁর উপস্থিতি৷ পাশাপাশি প্রজ্ঞানন্দ ম্যাচের কখন কী অনুভব করছেন সেটাও তিনি বুঝতে পারেন৷ - Photo Courtesy- International Chess Federation / X Account
advertisement
6/6
আর প্রজ্ঞানন্দের সাফল্যের আরও একটি বড় সিক্রেট হল তাঁর খাওয়াদাওয়া৷ বাড়ির খাবার খেতে খুবই ভালবাসেন তরুণ এই গ্র্যান্ডমাস্টার৷তাই মা যখনই যেখানে যান সেখানেই রান্নার জিনিস অর্থাৎ ইনডাকশন স্টোভ ও প্রেসার কুকার নিয়ে যান৷ সঙ্গে যায় চাল ও ঘরোয়া ভারতীয় মশলা৷