'সবুজ তোতা'র জন্মদিন আজ ডার্বির দিনে! বড় গিফট দিতে চাইছে মোহনবাগান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
jose ramirez baretto birthday: আজ সবুজ তোতার জন্মদিন। মোহনবাগান অন্ত প্রাণ ব্যারেটোকে বড় উপহার দিতে চায় সবুজ-মেরুন।
advertisement
1/6

আজ সবুজ- তোতার জন্মদিন। আর এমন স্পেশাল দিনেই কি না কলকাতা ডার্বি! আরও একবার বড় মঞ্চে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান।
advertisement
2/6
সবুজ তোতা কে, তা আর বাংলার ফুটবলপ্রেমীদের বলে দিতে হয় না। হোসে রামিরেজ ব্যারেটোকে চেনেন না এমন ফুটবলপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল।
advertisement
3/6
১৭তম ডুরান্ড কাপ ঘরে তুলতে মাঠে নেমেছে মোহনবাগান। তবে আজ তাদের আরও একটি উদ্দেশ্য রয়েছে। ডার্বি ও ডুরান্ড কাপ জিতে ব্যারেটো কে বড় গিফট দিতে চাইছে সবুজ-মেরুন।
advertisement
4/6
মোহনবাগানে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি তিনি। ব্যারেটো মোহনবাগান অন্ত প্রাণ। ডার্বিতেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ব্যারেটোই সবথেকে বেশি গোল করেছেন।
advertisement
5/6
মোহনবাগানের জার্সিতে বহু যুদ্ধের নায়ক তিনি। বহু স্পেশাল মুহূর্তের সাক্ষী তিনি। সেই ব্যারেটোকেও আজ বড় উপহার দিতে চাইছে মোহনবাগান।
advertisement
6/6
ডুরান্ড ফাইনালের প্রথমার্ধ শেষ। ম্যাচ আপাতত গোলশূন্য। তবে দুই দলই মরিয়া লড়াই চালাচ্ছে। দুই দলের সামনেই ১৭ নম্বর ডুরান্ড কাপ ঘরে তোলার সুযোগ।