Mohun Bagan Super Giant Fan Event: শহরের শপিং মলে প্রিয় ফুটবলারদের সঙ্গে আড্ডা-খেলা, জমে গেল মোহনবাগানের ‘মিট-অ্যান্ড-গ্রিট’ ইভেন্ট
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
অধিনায়ক শুভাশিসের কথায়, ‘‘এখনও পর্যন্ত আইএসএল টুর্নামেন্টে একটাও ডার্বি ম্যাচ হারিনি। চেষ্টা করব আইএসএল টুর্নামেন্টে আগামীদিনে যতগুলো কলকাতা ডার্বি আসবে, তার প্রত্যেকটা জিততে পারব।’’
advertisement
1/5

চোখের সামনে প্রিয় দল মোহনবাগান সুপারজায়ান্টের ফুটবলাররা। সমর্থকরা তাঁদের সঙ্গে কথা বললেন, ছবি তুললেন। শুধু তাই নয়, ফুটবলও খেললেন। স্কেচার্স-এর উদ্যোগে এমনই অভিনব মিট-অ্যান্ড-গ্রিট ইভেন্ট হয়ে গেল সাউথ সিটি মলে।
advertisement
2/5
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপারজায়ান্টের অধিনায়ক শুভাশিস বোস সঙ্গে আশিস রাই, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি এবং লিস্টন কোলাসো ৷ প্রিয় ফুটবলারদের দেখতে সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। সাউথ সিটি মলে তখন তিল ধারণের ধারণের জায়গা নেই। মুর্হুমুহু উঠল প্রিয় ক্লাবের নামে জয়ধ্বনিও।
advertisement
3/5
আইএসএল-এর অন্যতম প্রধান দল মোহনবাগান। গঙ্গা পাড়ের শতাব্দী প্রাচীন এই দল এবার টুর্নামেন্টে ব্যাপক ছন্দে রয়েছে। আশায় বুক বাঁধছেন ভক্ত এবং সমর্থকরাও। এখন কাপ তাঁবুতে আনতে জান লড়িয়ে দিচ্ছেন ফুটবলাররাও।
advertisement
4/5
ইভেন্ট সম্পর্কে বলতে গিয়ে স্কেচার্স সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেডের সিইও রাহুল ভীরা বলেন, “এককথায় অসাধারণ ইভেন্ট। স্কেচার্সের জন্য দুর্দান্ত সুযোগ। সমর্থকরা তাঁদের ফুটবল আইকনদের সঙ্গে সরাসরি আলাপ করতে পারলেন। অন্য রকম অভিজ্ঞতা। এমন সমর্থন, সত্যিই ভাবা যায় না। এমন উদযাপনের অংশ হতে পেরে আমরা গর্বিত।’’
advertisement
5/5
মোহনবাগান সুপারজায়ান্টের ফুটবলারও উচ্ছ্বসিত। দলের অধিনায়ক শুভাশিস বললেন, ‘‘সমর্থকদের উদ্দেশ্যে আমি শুধুমাত্র একটাই কথা বলতে চাই যে আমরা সবাই পরিবার। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই সমর্থকদের কারণেই অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেও আমরা ঘরের মাঠের অনুভূতি পাই। পাশাপাশি আমাদের দলে যে বিদেশি ফুটবলাররা রয়েছেন, তাঁরাও আপনাদের কারণেই এই ক্লাবকে নিজের বাড়ি বলে মনে করে। কলকাতা ডার্বির জন্য আমাদের কোনও ফুটবলারকে আলাদা করে মোটিভেট করতে হয় না। আমি এখনও পর্যন্ত আইএসএল টুর্নামেন্টে একটাও ডার্বি ম্যাচ হারিনি। চেষ্টা করব আইএসএল টুর্নামেন্টে আগামীদিনে যতগুলো কলকাতা ডার্বি আসবে, তার প্রত্যেকটা জিততে পারব।’’