Mohun Bagan: মোহনবাগানের নতুন স্ট্রাইকার সাদিকু দাপিয়ে খেলেছেন স্পেন এবং পোল্যান্ডে, ছবি দেখুন
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
সাদিকু জানিয়েছেন এই মুহূর্তে স্পেনে মানুষ ভারতীয় ফুটবল সম্পর্কে খোঁজ খবর রাখেন গত চার-পাঁচ বছর ধরে
advertisement
1/5

আলবেনিয়ার এই ফুটবলার ইউরো কাপে রোমানিয়ার বিরুদ্ধে গোল করে জয় এনে দিয়েছিলেন দেশকে। লা লিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব কর্তাহেনার এই ফুটবলারের সঙ্গে দু'বছরের চুক্তি হল বাগানের
advertisement
2/5
লেভান্তে এবং মালাগার জার্সিতে খেলেছেন তিনি। এছাড়া পোল্যান্ড, বলিভিয়া এবং তুরস্কে খেলেছেন সাদিকু
advertisement
3/5
ঠান্ডা মাথায় বক্সের মধ্যে বল ফিনিশ করতে পারেন পাঁচ ফুট ১১ ইঞ্চির এই স্ট্রাইকার। বক্সের ভেতর ডিফেন্ডারদের চাপে রাখতে পারেন।
advertisement
4/5
তিনি যখন মোহনবাগানের থেকে ভারতের খেলার প্রস্তাব পান তখন এক সপ্তাহের মধ্যেই জানিয়ে দেন তিনি প্রস্তুত কলকাতায় আসতে
advertisement
5/5
সাদিকু মনে করেন পেশাদার ফুটবলার হিসেবে ভারতে তিনি মানিয়ে নিতে পারবেন তাড়াতাড়ি। কোচ তাকে সমর্থন করলে এবং সতীর্থরা সাহায্য করলে আবার ভারত এবং এশিয়ার সেরা হওয়া সম্ভব