Tutu Bose Resigned: মোহনবাগানে ভোটের জটিল অঙ্ক, পরিবারের মধ্যেই ফাটল, কেন হঠাৎ পদত্যাগ করলেন স্বপন সাধন বসু
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
advertisement
1/6

: মোহনবাগানে ভোটের দামামা বেজে গেছে কয়েকদিন আগেই। সৃঞ্জয় বসু নাকি বর্তমান শাসকগোষ্ঠীর দেবাশিষ দত্তের কমিটি কে ফিরবে মোহনবাগানের ক্ষমতায়? এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া মুশকিল কারণ, ভোটের হাওয়া জোরদার বইছে। দু'পক্ষই শুরু করে দিয়েছে তাদের প্রচার। এর মধ্যে মোহনবাগান ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন স্বপন সাধন বসু ওরফে টুটু বোস। ইস্তফা পত্র দিয়ে টুটু বসু লিখেছেন, ‘সভাপতির চেয়ার থেকে কোন এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার কখনও আমি করিনি। এবারও করব না। বহু বছর ধরে আমি মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িয়ে। মোহনবাগান ক্লাব আমার কাছে মাতৃসম।’
advertisement
2/6
তিনি আরও বলেন, ‘মোহনবাগান চিরকাল আমার হৃদয়ের বাঁদিকে ছিল আছে থাকবে। আমি এতদিন একনিষ্ঠ সেবায়তের মতো ক্লাবের নিত্য পুজো করেছি। নিজের সাধ্যমত মোহনবাগানের সেবা যত্ন করার চেষ্টা করেছি। আর কতটা করতে পেরেছি, সবচেয়ে ভাল জানেন আমার প্রিয় সদস্য ও সমর্থকরা। যাদের কাছে আমি টুটুদা কিংবা শুধুই টুটু। ক্লাবের নির্বাচন যেহেতু দোরগোড়ায়, তাই সদস্যদের উদ্দেশ্যে আমার কিছু বলা দরকার। কারণ কোন কমিটি আসবে, তাতে থাকবেন কারা, তা ঠিক করবেন সদস্যরাই। কিন্তু সভাপতি চেয়ারে বসে থেকে সেই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়।’
advertisement
3/6
তিনি এই পয়েন্টেই সবচেয়ে বেশি জোর দিয়েছেন যে আসলে সভাপতি চেয়ার থেকে কোন এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার তিনি করেননি এবং তাই সেই কাজ এখনও করবেন না৷
advertisement
4/6
স্বপনসাধন বসু জানিয়েছেন তিনি ঠিক করেছেন যে, ‘মোহনবাগান ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফা দেব আমি। আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমার ইস্তফা পত্র গ্রহণ করবেন। যাতে আমার মন যা বলছে, তা নির্দ্বিধায় আমি আমার প্রিয় সদস্যদের বলতে পারি।’
advertisement
5/6
টুটু বসু নিজের ইস্তফাপত্র ক্লাব সচিব এবং কার্যকরী কমিটির সদস্যদের কাছে পাঠিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই মোহনবাগানের নির্বাচনকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড গঠিত হয়েছে। সদস্যদের কার্ড রিনিউয়াল করার প্রক্রিয়া চলছে। তবে এর মধ্যেই টুটু বসুর পদত্যাগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ময়দান। ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছে, ছেলে সৃঞ্জযের হয়ে এবার প্রচারে নামতে চলেছেন টুটু বোস।
advertisement
6/6
ছেলের প্যানেল যাতে জিতে মোহনবাগানের ক্ষমতায় আসতে পারে সেই কারণেই প্রচার করবেন বাগানের দীর্ঘদিনের সভাপতি টুটু বোস। এর মধ্যে তাৎপর্যপূর্ণ খবর, টুটু বোসের ছোট ছেলে সৌমিক বসু, দেবাশিষ দত্তের হয়ে ভোট প্রচারে নেমেছেন। ময়দানের গুঞ্জন, বসু পরিবারে ফাটল ধরিয়ে টুটু বসুর ছোট ছেলেকে নিজেদের শিবিরে আনতে চাইছেন বর্তমান সচিব দেবাশিষ দত্ত। সূত্রের খবর সেটা খুব একটা ভালোভাবে, নিচ্ছেন না টুটু বসু। সেই কারণেই নিজে বড় ছেলের হয়ে প্রচারে নামতে চান। তাই ইস্তফা সভাপতির পদ থেকে দিলেন মোহনবাগানের অভিভাবক স্বপন সাধন বসু৷ Input- Eeron Roy Burman