Mohun Bagan Durand Cup 2023 Champion: একেই বলে বদলা নেওয়া! একসঙ্গে ৩ প্রতিশোধ নিল মোহনবাগান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohun Bagan Durand Cup 2023 Champion: ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের দুরন্ত গোলে জয় সবুজ-মেরুণের। ফাইনাল জিতে একসঙ্গে তিনটি বদলা নিল মোহনবাগান।
advertisement
1/5

ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের দুরন্ত গোলে জয় সবুজ-মেরুণের। ফাইনাল জিতে একসঙ্গে তিনটি বদলা নিল মোহনবাগান।
advertisement
2/5
ডুরান্ড কাপের ইতিহাসে রবিবারের ফাইনালের আগে মোট ১৬ বার করে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এদিনের ফাইনাল ছিল দুই দলেরই কাছেই একে অপরকে টপকে যাওয়ার সুযোগ।
advertisement
3/5
সেই লড়াইতে বাজিমাত করে ১৭ বার ডুরান্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান। এদিনের ফাইনাল জয়ের সঙ্গে সঙ্গে সবুজ-মেরুণ ব্রিগেড পিছনে ফেলল চিরপ্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গলকে।
advertisement
4/5
এছাড়া এবারের ডুরান্ডের গ্রুপ পর্বের লড়াইয়ে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল মোহমবাগানকে। ফাইনালে যুবভারতীতে সেই হারের বদলা দেখতে চেয়েছিল ফ্যানেরা। এদিন সেই ব দলাও পূরণ হল।
advertisement
5/5
২০০৪ সালে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। এদিনের ম্যাচ ছিল সেই হারেরও বদলা নেওয়ার। ১৯ বছর আগের বদলাো এদিন সুদে-আসলে মিটিয়ে নিল মোহনবাগান।