TRENDING:

Mohammed Siraj: ওডিআই সিরিজের মাঝেই পেলেন সুখবর! এবার অধিনায়ক হলেন মহম্মদ সিরাজ

Last Updated:
Mohammed Siraj: বর্তমানে ভারতীয় একদিনের দলের হয়ে নিউডিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন মহম্মদ সিরাজ। সিরিজের মাঝেই বড় সুখবর পেলেন 'মিঞা ভাই'। এবার অধিনায়ক হলেন মহম্মদ সিরাজ।
advertisement
1/6
ওডিআই সিরিজের মাঝেই পেলেন সুখবর! এবার অধিনায়ক হলেন মহম্মদ সিরাজ
বর্তমানে ভারতীয় একদিনের দলের হয়ে নিউডিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন মহম্মদ সিরাজ। সিরিজের মাঝেই বড় সুখবর পেলেন 'মিঞা ভাই'। এবার অধিনায়ক হলেন মহম্মদ সিরাজ।
advertisement
2/6
সিরাজ তাঁর ঘরোয়া দল হায়দরাবাদের জন্য বড় দায়িত্ব পেয়েছেন। রনজি ট্রফি ২০২৫–২৬ মরশুমে শেষ দুটি ম্যাচে তিনি হায়দরাবাদ দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। নিয়মিত অধিনায়ক রাহুল সিংয়ের পরিবর্তে সিরাজকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এতে স্পষ্ট, বোর্ড ও টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে অভিজ্ঞ এই ভারতীয় বোলারের উপর।
advertisement
3/6
রনজি ট্রফির এলিট গ্রুপ ডি-তে হায়দরাবাদের পারফরম্যান্স এই মরশুমে খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে। ফলে পয়েন্ট টেবিলে হায়দরাবাদের অবস্থান খুব একটা ভাল নয়। এমন পরিস্থিতিতে শেষ দুটি ম্যাচে ভালো ফল করা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
4/6
লিগের শেষ দুটি ম্যাচে হায়দরাবাদ মুখোমুখি হবে মুম্বই এবং ছত্তীসগঢ়ের। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ম্যাচটি শুরু হবে ২৯ জানুয়ারি থেকে। উল্লেখযোগ্য বিষয় হলো, দুটি ম্যাচই হায়দরাবাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে, যা দলের জন্য বাড়তি সুবিধা হতে পারে।
advertisement
5/6
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এই মরশুমে রনজি ট্রফিতে প্রথম মাঠে নামবেন সিরাজ। জাতীয় দলের হয়ে ব্যস্ততার কারণে তিনি আগে দলের সঙ্গে থাকতে পারেননি।
advertisement
6/6
৩১ বছর বয়সী সিরাজ ভারতীয় দলের হয়ে ১০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর অভিজ্ঞতাও অনেক। ৮৮টি ম্যাচে ৩০৯টি উইকেট তাঁর দক্ষতার প্রমাণ। তাই অধিনায়ক হিসেবে এবং বোলার হিসেবে সিরাজের কাছ থেকে বড় পারফরম্যান্সের আশা করছে হায়দরাবাদ দল।
বাংলা খবর/ছবি/খেলা/
Mohammed Siraj: ওডিআই সিরিজের মাঝেই পেলেন সুখবর! এবার অধিনায়ক হলেন মহম্মদ সিরাজ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল