Mohammed Siraj: ৬ 'ইংরেজ' শিকার করে 'বিশ্বরেকর্ড' গড়লেন সিরাজ, যা নেই কোনও ভারতীয় বোলারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 2nd Test: বার্মিংহামের এজবাস্টনে চলমান দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করে ইতিহাস গড়েছেন মহম্মদ সিরাজ।
advertisement
1/5

বার্মিংহামের এজবাস্টনে চলমান দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করে ইতিহাস গড়েছেন মহম্মদ সিরাজ। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা—এই দুই কঠিন কন্ডিশনে ছয় বা ততোধিক উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়ে উঠেছেন তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে সিরাজ ৭০ রানে ৬ উইকেট নিয়ে ভারতের হয়ে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন, যা ছিল তাঁর কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স। (Photo-AP)
advertisement
2/5
এর আগে ইংল্যান্ডে ছয় বা তার বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় ছিলেন ইশান্ত শর্মা, অমর সিং, ভগবত চন্দ্রশেখর, চেতন শর্মা, ভূবনেশ্বর কুমার, দিলীপ দোশি ও বিষেণ সিং বেদি। এবার যুক্ত হলেন সিরাজ।
advertisement
3/5
অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় একই কীর্তি গড়েছেন শার্দুল ঠাকুর, হরভজন সিং, অনিল কুম্বলে, জাসপ্রীত বুমরাহ, জাভাগাল শ্রীনাথ, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সিরাজ। এই দুই তালিকায় একমাত্র অভিন্ন নাম হিসেবে সিরাজ একটি অনন্য রেকর্ডের মালিক হলেন।
advertisement
4/5
এই টেস্টে সিরাজ বোলিং শুরু করেন দ্বিতীয় দিনে জ্যাক ক্রলিকে ১৯ রানে আউট করে। এরপর তৃতীয় দিনের সকালে তিনি পরপর দুই বলে আউট করেন জো রুট (২২) এবং বেন স্টোকসকে (০), যাদের দুজনকেই ক্যাচ ধরেন ঋষভ পন্ত। এরপর হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়লেও আকাশ দীপ ব্রুককে আউট করে সেই জুটি ভেঙে দেন।
advertisement
5/5
জুটি ভাঙার পর আবারও আক্রমণে ফেরেন সিরাজ। একে একে শূন্য রানে আউট করেন ব্রাইডন কার্স, জশ টাং ও শোয়েব বশিরকে। তাঁর আগুনে বোলিংয়ে ইংল্যান্ড ৮৯.৩ ওভারে ৪০৭ রানে অলআউট হয়ে যায়। সিরাজের এই পারফরম্যান্স শুধু ম্যাচেই মোড় ঘুরিয়েছে না, একইসঙ্গে ভারতকে জয়ের সুযোগ করে দিয়েছে। ১৮০ রানের লিড পায় ভারত প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৬৪ রানে ১ উইকেট। (Photo-AP)