Mohammed Siraj: সিরাজের আগুনে 'ঝলসে' গেল দক্ষিণ আফ্রিকা! একাধিক রেকর্ডের সাক্ষী থাকল কেপটাউন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohammed Siraj and Team India Create Records:সিরাজের পেসেরে আগুনে কেপটাউন টেস্টের প্রথম সেশনেই ঝলসে গেল প্রোটিয়া ব্যাটিং লাইন। ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৬ উইকেট নেওয়ার পাশাপাশি অনন্য রেকর্ডও গড়ল ভারতীয় দল ও সিরাজ।
advertisement
1/6

গত বছর ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের আগুনে স্পেলের শিকার হয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল লঙ্কানসরা। একাই ৬ উইকেট নিয়েছিলেন ভারতের তরুণ পেসার। (Photo Courtesy- AP)
advertisement
2/6
এবার নতুন বছরের প্রথম ম্যাচেই ফের একবার সিরাজের আগুনে বোলিং। তব এবার লাল বলের ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনেই আগুন ঝরালেন সিরাজ। ১৫ রান দিয়ে ৬ উইকেট নিলেন সিরাজ। (Photo Courtesy- AP)
advertisement
3/6
সিরাজের পেসেরে আগুনে কেপটাউন টেস্টের প্রথম সেশনেই ঝলসে গেল প্রোটিয়া ব্যাটিং লাইন। ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৬ উইকেট নেওয়ার পাশাপাশি অনন্য রেকর্ডও গড়ল ভারতীয় দল ও সিরাজ। (Photo Courtesy- AP)
advertisement
4/6
ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবথেকে কম রানে কোনও প্রতিপক্ষ দেশকে অলআউট করার নজির গড়ল টিম ইন্ডিয়া। সৌজন্যে মহম্মদ সিরাজ। এর আগে ২০২১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৬২ রানে নিউ জ়িল্যান্ডকে শেষ করেছিল ভারত। (Photo Courtesy- AP)
advertisement
5/6
এই নিয়ে তৃতীয়বার টেস্ট ক্রিকেটে ৫ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রান ৬ উইকেট নিয়ে মহম্মদ সিরাজ এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারের নিজের স্পেলটা করলেন। (Photo Courtesy- AP)
advertisement
6/6
এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় হিসেবে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিক হলেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং ফিগার রয়েছে শার্দূল ঠাকুরের। ২০২১ সালে শার্দুল ৬১ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। (Photo Courtesy- AP)