Mohammed Shami | Hasin Jahan: বিশ্বকাপে শামির বোলিং দেখতে মাঠে আসছেন হাসিন জাহান? ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Mohammed Shami | Hasin Jahan: ফাইনালের কয়েকঘণ্টা আগে হাসিন জাহানের একটি পোস্ট কার্যত ভাইরাল হয়ে গিয়েছে
advertisement
1/8

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের বিরোধের খবর কারোর অজানা নয়। কিন্তু ফাইনালের কয়েকঘণ্টা আগে হাসিন জাহানের একটি পোস্ট কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। (ছবি সৌজন্যে- মহঃ শামি এবং হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
2/8
সেই পোস্টে দেখা যাচ্ছে বিমানে করে যাচ্ছেন হাসিন জাহান। প্রসঙ্গত, আগামীকালই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আহমেদাবাদে। (ছবি সৌজন্যে- হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
3/8
advertisement
4/8
ইনস্টাগ্রাম এবং ফেসবুকে হাসিন জাহান পোস্ট করতেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। অনেকেই বলতে থাকেন নিশ্চয়ই বিশ্বকাপের ফাইনাল দেখতে আহমেদাবাদে আসছেন হাসিন জাহান। (ছবি সৌজন্যে- হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
5/8
যদিও আদৌ কোথায় যাচ্ছেন সেই বিষয়ে হাসিন জাহান কিছু উল্লেখ করেননি। কিন্তু কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছে। অনেকেই বলছেন বিশ্বকাপের ফাইনাল দেখতেই আহমেদাবাদে সম্ভবত আসছেন হাসিন জাহান।(ছবি সৌজন্যে- হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
6/8
সেমিফাইনালে মহঃ শামির দুরন্ত বোলিংয়ের পরে ফাইনালেও তাঁর দিকে তাকিয়ে গোটা দেশ। এর মধ্যে হাসিন জাহানের এই পোস্ট জল্পনা উসকে দিয়েছে। (ছবি সৌজন্যে- হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
7/8
তবে হাসিন এবং শামির মধ্যে যে তিক্ততা কমেনি তার উদাহরণ এদিন মিলেছে। এক সাংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হাসিন শামিকে নিয়ে অনেক কিছু বলেছেন। (ছবি সৌজন্যে- হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)
advertisement
8/8
হাসিন বলেছেন, "ও যেমন ভাল ক্রিকেটার, তেমন ভাল মানুষ হলে আমরা একসঙ্গে আরও ভাল জীবন কাটাতে পারতাম। ও যদি একটু ভালো মানুষ হত, তা হলে আমি মেয়ে-স্বামীর সঙ্গে সুখের সংসার করতাম। ওর প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা আরও বেড়ে যেত।(ছবি সৌজন্যে- হাসিন জাহানের ফেসবুক প্রোফাইল)