Mohammed Shami: কলকাতায় এসে রাতের অন্ধকরে মুখ চাদরে ঢেকে কোথায় গেলেন শামি? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Mohammed Shami: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে এসেছিলেন। তারই ফাঁকে আচমকাই রাতের অন্ধকারে মুখ চাদরে ঢেকে কোথায় গেলেন শামি? জেনে নিন বিস্তারিত।
advertisement
1/7

ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে এসেছিলেন। তারই ফাঁকে আচমকাই কোলাঘাটে ঢুঁ মেরে গেলেন মহম্মদ শামি। ইডেনে কেকেআরের কাছে সানরাইজার্স হেরেছে ৮০ রানে। শামি ৪ ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন।
advertisement
2/7
কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগের দিন দলের অপশনাল প্র্যাকটিসে হাজির ছিলেন না শামি। মনে করা হচ্ছিল, তিনি ম্যাচের আগের দিন হোটেলে বিশ্রাম নিচ্ছেন। পরে জানা যায়, বুধবার শামি গিয়েছিলেন কোলাঘাটের কাছে জামিট্যা গ্রামে।
advertisement
3/7
আসলে জামিট্যা গ্রামে থাকেন দয়ানন্দ গরানি। ভারতীয় দলের থ্রো ডাউন বিশারদ। গরানিকে শামি কথা দিয়েছিলেন, আইপিএলের ফাঁকেই তাঁর আমন্ত্রণ রক্ষা করে জামিট্যায় যাবেন। সেই কথাই রাখলেন শামি।
advertisement
4/7
শামি যখন কোলাঘাটে পৌঁছলেন তখন আঁধার নেমে এসেছে। তাঁকে যাতে কেউ চিনতে না পারেন সেজন্য মুখ ঢেকে রেখেছিলেন চাদর দিয়ে। এরপর মূল রাস্তা থেকে কিছু দূরে গরানির বাড়িতে শামিকে নিয়ে যাওয়া হয় বাইকে করে।
advertisement
5/7
দয়ানন্দ গরানির উদ্যোগে জামিট্যায় শহিদ মাতঙ্গিনী হাজরার নামাঙ্কিত ক্রিকেট অ্যাকাডেমি চলে। ৫৫ জন শিক্ষার্থী রয়েছে সেখানে। সেই অ্যাকাডেমির কিছু খুদে শিক্ষার্থীও হাজির ছিল শামিকে দেখার জন্য। শিক্ষার্থীদের টিপসও দেন শামি।
advertisement
6/7
ক্রিকেটারদের খাওয়াদাওয়া নিয়ে নানা বিধিনিষেধ থাকে। ভারতীয় দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানি সে সম্পর্কে অবহিত। শামির যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে তিনি ছিলেন সচেতন। বেশ কিছুক্ষণ ঘরোয়া আড্ডা চলে। দয়ানন্দর পরিবার, বন্ধুবান্ধবরা ছিলেন সেখানে। এরপর ডিনার সেরে শামি রওনা দেন কলকাতায়।
advertisement
7/7
জানা গিয়েছে, দয়ানন্দ নিজের হাতে শামির জন্য রান্না করেছিলেন। স্টিমড রাইসের সঙ্গে ছিল মটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের আইটেম। ছিল সন্দেশ-সহ স্থানীয় মিষ্টি। তবে ডায়েটের কারণেই শামি মিষ্টি বিশেষ খাননি বলেই খবর।